হিসেবের ছক উল্টে গেল এবার। ক্রিকেটের সেরা মাঠ লর্ডসে অজেয় দক্ষিণ আফ্রিকাকে মাটিতে নামিয়ে আনল ইংল্যান্ড। প্রোটিয়ারা সেই ১৯৬০ সালের পর লর্ডসে ইংল্যান্ডের কাছে টেস্ট ম্যাচ হারেনি। কিন্তু রোববার সেই দলটিকেই অনায়াসে মাত্র চারদিনে ২১১ রানের বড় ব্যবধানে হারাল ইংলিশরা। জো রুট নেতৃত্ব শুরু করলেন অসাধারণ এক জযে। আর তাতেই চার ম্যাচ সিরিজের ১-০ তে এগিয়ে গেল স্বাগতিক ইংল্যান্ড। জয়ের সঙ্গে নেতৃত্বের অভিষেকে ১৯০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন রুট।
লর্ডস টেস্টে জয়ের দ্বারপ্রান্তেই ছিলেন রুটরা। চতুর্থ দিনে শুধু দক্ষিণ আফ্রিকার কফিনে পেরেক মেরেছেন তারা। জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসে লক্ষ্য দাঁড়ায় ৩৩১ রান। কিন্তু মঈন আলীর ক্যারিয়ার সেরা বোলিংয়ের সামনে পাত্তা পায়নি তারা টানা ৫ ওভারে ৫ উইকেটসহ মোট ৬ উইকেট নেন মঈন। ১১৯ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা।
সিরিজের দ্বিতীয় ম্যাচটি শুরু হবে ১৪ জুলাই নটিংহ্যামে।
সংক্ষিপ্ত স্কোর-
ইংল্যান্ড ১ম ইনিংস: ৪৫৮
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ৩৬১
ইংল্যান্ড ২য় ইনিংস: ২৩৩
দক্ষিণ আফ্রিকা ২য় ইনিংস: (লক্ষ্য ৩৩১) ৩৬.৩ ওভারে ১১৯ (এলগার ৯, কুন ২, আমলা ১১, দুমিনি ২, ডি কক ১৮, বাভুমা ২১, ডি ব্রুইন ১, ফিল্যান্ডার ১৯*, মহারাজ ১০, রাবাদা ৪, মর্কেল ১৪; অ্যান্ডারসন ১/১৬, ব্রড ০/৫, মঈন ৬/৫৩, উড ১/৩, ডসন ২/৩৪)।
ফল: ইংল্যান্ড ২১১ রানে জয়ী
সিরিজ: ৪ ম্যাচ সিরিজে ইংল্যান্ড ১-০ তে এগিয়ে
ম্যাচসেরা: মঈন আলি
Discussion about this post