চার বছর পর আবার উত্তাল বাংলাদেশ ক্রিকেটাঙ্গন। নির্বাচনের আমেজ। বুধবার সকাল ১০টায় মিরপুরের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যালয়ে ভোটগ্রহণের দিনে উত্তাল দৃশ্যপট। পরিচালনা পরিষদের নির্বাচন বেশ কয়েকটি পদে প্রতিদ্বন্দ্বী না থাকায় সাতজন নির্বাচিত হয়েছেন। তবে নির্বাচনও হচ্ছে অন্যসব ক্যাটাগরিতে।
নির্বাচনে ভোট দিতে সকাল থেকে প্রার্থীদের সমর্থকরা ভিড় করেছেন মিরপুরের শেরেবাংলায়। শ্লোগানে উত্তাল চারপাশ। ভোটাধিকার প্রয়োগ করতে দুপুরে বিসিবিতে আসেন নাজমুল হাসান পাপন।
এদিন শেরেবাংলা স্টেডিয়ামের মূল ফটকেই গাড়ি থেকে নামতে হয় তাকে। কারণ বিসিবি কার্যালয়ের সামনে ভক্ত-সমর্থকদের ভিড়। সমর্থকদের সঙ্গে পায়ে হেঁটে বিসিবি কার্যালয়ে ঢোকেন নাজমুল হাসান পাপন। ১০টায় মিরপুর বিসিবি কার্যালয়ের বোর্ড সভাকক্ষে এই ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ শেষে এদিনই বেসরকারিভাবে জয়ীদের নাম ঘোষণা করা হবে। বৃহস্পতিবার সরকারিভাবে ঘোষণা হবে নির্বাচনের ফল।
নির্বাচনে ক্লাব ক্যাটাগরিতে ১২ পরিচালক। এবার এই পদের জন্য এবার লড়ছেন ১৬ কাউন্সিলর। এমনিতে বিসিবির পরিচালনা পরিষদে থাকেন ২৫ পরিচালক। ২৩ জন আসবেন তিনটি ক্যাটাগরি থেকে। বাকি দুইজন বোর্ডে আসবেন জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে। আহমেদ সাজ্জাদুল আলম ববি ও জালাল ইউনুস জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে আসছেন বোর্ডে।
২৩ পরিচালকের আ জ ম নাছির উদ্দীন ও আকরাম খান (চট্টগ্রাম বিভাগ), কাজী ইনাম আহমেদ ও শেখ সোহেল (খুলনা বিভাগ), শফিউল আলম চৌধুরী নাদেল (সিলেট বিভাগ), অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম (রংপুর বিভাগ) ও আলমগীর খান আলোর (বরিশাল বিভাগ) বিনাপ্রতিদ্বন্দ্বীতায় পাশ।
আঞ্চলিক ও জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি ক্যাটাগরি ১-এ পরিচালক পদে নির্বাচনে দুটি পদের জন্য এখন প্রার্থী তানভীর আহমেদ টিটু (নারায়ণগঞ্জ), নাঈমুর রহমান দুর্জয় (মানিকগঞ্জ) ও সৈয়দ আশফাকুল ইসলাম টিটু (কিশোরগঞ্জ)। নির্বাচনে লড়ছেন সাইফুল আলম চৌধুরী স্বপন ও সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট।
এদিকে ক্লাব ক্যাটাগরি থেকে ১২ পদের জন্য লড়ছেন ১৬ কাউন্সিলর। এই ক্যাটাগরি থেকে নির্বাচন করছেন বিসিবির দুইবারের সভাপতি নাজমুল হাসান পাপন। আরও আছেন গাজী গোলাম মর্তুজা (গাজী গ্রুপ ক্রিকেটার্স), নজিব আহমেদ (শেখ জামাল ধানমন্ডি ক্লাব), মাহবুব উল আনাম (মোহামেডান স্পোর্টিং ক্লাব), মাসুদুজ্জামান (মোহামেডান স্পোর্টিং ক্লাব), ওবেদ রশিদ নিজাম (শাইনপুকুর ক্রিকেট ক্লাব), সাইফুল ইসলাম ভূঁইয়া (ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাব), সালাহ উদ্দিন চৌধুরী (কাকরাইল বয়েজ ক্লাব), ইসমাইল হায়দার মল্লিক (শেখ জামাল ক্রিকেটার্স), এনায়েত হোসেন (আজাদ স্পোর্টিং ক্লাব), ফাহিম সিনহা (সূর্য তরুণ ক্লাব), ইফতেখার রহমান (ফেয়ার ফাইটার্স স্পোর্টিং ক্লাব), মনজুর কাদের (ঢাকা এসেটস), মোহাম্মদ আব্দুর রহমান (মিরপুর বয়েজ ক্রিকেট ক্লাব), শওকত আজিজ রাসেল (আম্বার স্পোর্টিং ক্লাব), রফিকুল ইসলাম (গাজী টায়ার্স ক্রিকেট একাডেমি) ও মনজুর আলম (আসিফ শিফা ক্রিকেট একাডেমি)।
এবার সব মিলিয়ে ১২৭ জন ভোট দেবেন। ভোটার ১৭১ জন। ৫৭ জন ই-ভোট ও পোস্টাল ব্যালটে ভোট দেবেন।
Discussion about this post