ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
করোনা ভাইরাসের সংক্রমণের এই সময়ে ছুটিতে আছেন ক্রিকেটাররা। মাঠে খেলা নেই। এমন কী একসঙ্গে অনুশীলনের সুযোগও নেই। ক্রিকেটারদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সুযোগে অনেক ক্রিকেটারই ফিরে গেছেন তাদের গ্রামের বাড়িতে।
তারকা পেসার রুবেল হোসেন এখন নিজ এলাকা বাগেরহাটে রয়েছেন। এ অবস্থায় পরিবার এবং বন্ধু-বান্ধবদের সঙ্গে সময় কাটছে তার। একইসঙ্গে আছেন আর্ত মানুষের পাশেও। এরমধ্যে বৃহস্পতিবার বন্ধুদের নিয়ে ভৈরব নদীতে নেমে পড়লেন রুবেল।
১৪ বছর পর বাগেরহাটের ভৈরব নদীতে বন্ধুদের সঙ্গে করলেন গোসল। সেই ঘটনা ফেসবুকে ভক্তদের জন্য শেয়ার করেছেন রুবেল। ছবি দিয়ে ফেসবুকে লিখেছেন, ‘সত্যিই সময়টা অসাধারণ ছিল। নিজ জন্মস্থান বাগেরহাটের ভৈরব নদীতে ১৪ বছর পরে ভাই বন্ধুদের সাথে গোসল করলাম। সত্যি মনে পড়ে গেল ছোটবেলার সেই দুরন্ত সময়গুলোর কথা।’
চলুন দেখে নেই রুবেল হোসেনের সেই ছবিগুলো-
Discussion about this post