ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
আসছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আরো বেশি উপভোগ্য করতে কাজ শুরু করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত জানুয়ারি-ফেব্রুয়ারিতে দেশের তিনটি ভেন্যুতে বসেছিল এই আসর। সামনে ভেন্যু বেড়ে সংখ্যাটা বেড়ে হচ্ছে চার।
সপ্তম আসর আসর কখন হবে ঠিক হয়নি। তবে আন্তর্জাতিক সূচীতে কোনো ফাঁকা স্লট না পাওয়ায় আগামী ডিসেম্বরেই বিপিএল আয়োজনের প্রস্তুতি নিতে যাচ্ছে বিসিবি। বিপিএল গভর্নিং কাউন্সিলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ সোহেল জানান, ‘২০১৯ সালের শেষে বিপিএল সপ্তম আসর অনুষ্ঠিত হবে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে ২ মাস পিছিয়ে জানুয়ারিতে করা হয়েছিল ষষ্ঠ আসরটি। সেটা ছিল জাতীয় স্বার্থে। প্রতিবছর তো নির্বাচন হবে না। কাজেই এ বছরের স্লটে আরেকটি বিপিএল হবে। নভেম্বর-ডিসেম্বরের পেছনে যাব না আমরা।’
গত বিপিএলে ভেন্যু ছিল ঢাকা, চট্টগ্রাম ও সিলেট। এবার এ তালিকায় খুলনাকে যোগ করতে চায় বিপিএল গভর্নিং কাউন্সিল। ম্যাচ আয়োজনের জন্য ভেন্যু সংস্কার, হোটেলের মান উন্নয়ন এবং রাস্তা-ঘাটের সংস্কারের কথা জানিয়েছেন শেখ সোহেল।
আগামী বিপিএলের কারণে ডিসেম্বরে থাকা বাংলাদেশ দলের শ্রীলঙ্কার সফর এগিয়ে আনা হয়েছে জুলাইয়ে। তিনটি ওয়ানডে খেলতে সফরে যাওয়ার কথা টাইগারদের। গত মাসে শ্রীলঙ্কায় ঘটে যাওয়া ভয়ংকর সন্ত্রাসী হামলার পর থেকে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। সফর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে বিভিন্ন নিরাপত্তা সংস্থা, শ্রীলঙ্কা ক্রিকেটের সঙ্গে কথা বলবে বিসিবি, এমনটাই জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।
Discussion about this post