ড্যানিয়েল ভেট্টোরি আসন্ন বাংলাদেশ সফরে আসতে পারছেন না। ইনজুরিতে সফর শেষ হয়ে গেছে তার। একই কারনে বাংলাদেশ সফরে আসতে পারছেন না আরও দুই অপরিহার্য ক্রিকেটার-ওপেনার মার্টিন গাপটিল ও ফাস্ট বোলার টিম সাউদি। শুক্রবার বাংলাদেশ সফরের জন্য ১৫ সদস্যের টেস্ট দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। সেই দলে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন দুই আনকোরা তরুণ ভারতীয় বংশোদ্ভূত ২০ বছর বয়সী লেগ স্পিনার ইন্দরবীর সিং সোধি এবং অলরাউন্ডার ২২ বছর বয়সী কোরি জেমস অ্যান্ডারসন।
নিউজিল্যান্ড কোচ মাইক হেসন বাংলাদেশ সফর নতুনদের জন্য বড় সুযোগ হিসেবেই দেখছেন। বলেছেন, ‘তরুণ এবং উদীয়মান স্পিনারদের জন্য বাংলাদেশ সফর একটা বড় সুযোগ। বাংলাদেশের উইকেট স্পিনবান্ধব হওয়ার সম্ভাবনাই বেশি। আশা করছি দলের তরুণ স্পিনাররা তা কাজে লাগাতে পারবে।’ সোধির জন্ম ভারতের লুধিয়ানায়। এখন ভারতেই রয়েছেন কিউই ‘এ’ দলের হয়ে সফরে। ভারত সফর করছেন অ্যান্ডারসনও। বাঁহাতি ব্যাটসম্যান ও মিডিয়াম পেসার তিনি। গত সপ্তাহেই ভারতীয় ‘এ’ দলের বিপক্ষে ম্যাচে সেঞ্চুরি করেন অ্যান্ডারসন।
কিউইদের নির্বাচক কমিটির বর্তমান প্রধান ব্রুস এডগার জানান, তারা সেরা দলই গড়েছেন বাংলাদেশ সফরের জন্য। বলেছেন, ‘প্রতিপক্ষ হিসেবে নিজেদের মাটিতে বাংলাদেশ সবসময়ই কঠিন প্রতিপক্ষ। এটা তারা আগেও প্রমাণ করেছে। সে জন্যই এ সফরের জন্য বিশেষভাবে দল গঠন করা হয়েছে। আর প্রস্তুতির জন্য তারা শ্রীলঙ্কায় অনুশীলন ক্যাম্পও করবে।’ নিউজিল্যান্ড ক্রিকেট দলের ওই প্রস্তুতি ক্যাম্প শুরু হবে কলম্বোতে ২২ সেপ্টেম্বর থেকে। সেখান থেকেই তারা ঢাকা আসবে।
সফরে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং একটি টি-টুয়েন্টি ম্যাচ খেলবে কিউইরা। ৯ অক্টোবর চট্টগ্রামে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট ঢাকায় ২১ অক্টোবর। ঢাকায় ২৯ অক্টোবর শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সফর শেষ হবে ৬ নভেম্বর একমাত্র টি-টুয়েন্টি দিয়ে।
আগামী সপ্তাহে কিউইরা ওয়ানডে ও টি-টুয়েন্টির জন্য দল ঘোষণা করবে।
টেস্ট দল-
ব্রেন্ডন ম্যাককালাম (অধিনায়ক), পিটার ফুলটন, হামিশ রাদারফোর্ড, কেন উইলিয়ামসন, রস টেলর, ডিন ব্রাউনলি, টম লাথাম, কোরি জেমস অ্যান্ডারসন, বি জে ওয়াটলিং, ডগ ব্রেসওয়েল, নিল ওয়াগনার, ট্রেন্ট বোল্ট, মার্ক গিলেস্পি, ইন্দরবীর সিং সোধি, ব্রুস মার্টিন।
Discussion about this post