ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
স্থানীয় সময় রাত ২টা ২৭ মিনিটে (শুক্রবার) ৭.২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয় নিউজিল্যান্ডের উত্তর অংশে। যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব সমীক্ষা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের তীব্রতা দেখে স্থানীয় কর্তৃপক্ষ সুনামি সতর্কতা জারি করেছে। পরে তা নামিয়ে নেয়া হয়। যে কারণে বাংলাদেশ ক্রিকেট দলের ভয় কেটে গেছে। নিজেদের সূচি অনুযায়ী শুক্রবার তারা অনুশীলন করেন বলে জানিয়েছেন, ক্রাইস্টচার্চ থেকে দলের প্রধান জালাল ইউনুস
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বর্তমানে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে আছে বাংলাদেশ ক্রিকেট দল। দক্ষিণ দ্বীপের এই শহরে নিয়মিত ভূমিকম্প হলেও আজকের এই ভূমিকম্প অতটা টের পাওয়া যায়নি বলেই জানা গেছে। বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়েও কোনো সংশয় নেই। জালাল ইউনুস সংবাদ মাধ্যমকে এ ব্যাপারে বলেছেন, ‘ক্রাইস্টচার্চ সাউথ আইল্যান্ডে। ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে অনেকটা দূরে। তারপরও বাংলাদেশ দলের পক্ষ থেকে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে ও তারা আস্বস্ত করেছেন দেশের এই অংশে বিপদের কোনো সম্ভাবনা নেই।’
ক্রিকেটাররা নিজেদের সূচি অনুযায়ী শুক্রবার অনুশীলন করেন বলে জানান ইউনুস,‘ক্রিকেটাররা সবাই ভালো আছেন। দিনের কার্যসূচি সাধারণভাবেই চলেছে। লিংকন গ্রিনে সবাই গ্রুপে ভাগ হয়ে অনুশীলন করেছেন।’
এরআগে শুক্রবার কয়েক ঘণ্টার ব্যবধানে নিউজিল্যান্ডে তীব্র ভূমিকম্প হয় নিউজিল্যান্ডে। যার প্রথমটি ছিল রাত আড়াইটার দিকে। নিউজিল্যান্ডের পূর্বাঞ্চলের সমুদ্র উপকূলবর্তী এলাকায় যুক্তরাষ্ট্রভিত্তিক ভূমিকম্প পর্যবেক্ষণকারী সংস্থা দি ইউএস জিওলজিক্যাল সার্ভের (ইউজিএস) তথ্য অনুযায়ী প্রাথমিকভাবে ভূকম্পনটির মাত্রা ছিল ৭ দশমিক ৩। পরে এই মাত্রা রেকর্ড করা হয় ৬ দশমিক ৯। এরপর সুনামি সতর্কতা জারি করলেও পরে তা নামিয়ে নেয়া হয়। সাত মাত্রার বেশি দুটি ভূমিকম্পের পর আঘাত হানে ৮ দশমিক ১ মাত্রার ভূমিকম্প।
Discussion about this post