দীর্ঘ এক সফর শেষে দেশে ফিরে এসেছে বাংলাদেশ ক্রিকেট দল। প্রথমে অস্ট্রেলিয়া, তারপর নিউজিল্যান্ডে পুর্নাঙ্গ এক সিরিজ। কিন্তু পুরোটাতেই ব্যর্থতায় মোড়া। সেই দুঃস্বপ্নের সফর শেষে বুধবার গভীর রাতে দেশে ফিরেছে তামিম ইকবাল-মুস্তাফিজুর রহমানরা। এবার নতুন আরেক মিশন। ভারতের বিপক্ষে একমাত্র টেস্টের সিরিজ। বিশ্রামের এক রত্তি সুযোগ নেই! তারপরই দল যাবে পূর্ণাঙ্গ সফরে শ্রীলঙ্কায়।
নিউজিল্যান্ড সফরে আট ম্যাচেই হার। প্রথমে ওয়ানডে তারপর টি-টুয়েন্টিতে ৩-০ তে হোয়াইট ওয়াশ। এরপর টেস্টেও সেই একই অবস্থা, ২-০ তে হার। এমন সফর শেষে ফিরে তামিম বলছিলেন, ‘সফরে আমরা কোনো ম্যাচ জিততে পারিনি। কিন্তু সেই ফলাফলটা নিয়ে পড়ে থাকলে চলবে না। সামনে আরো সিরিজ। আমাদের দ্রুত সেই ধাক্কা সামলে উঠতে হবে।’
তাইতো তামিম মনে করেন ভারত-শ্রীলঙ্কা সফরের আগে ধাক্কা সামলে উঠা উচিত বাংলাদেশের। জানালেন, ‘আগামী দুই সপ্তাহের মধ্যে আবারো মাঠে নামতে হবে। ভারতের বিপক্ষে লড়াই। তারপরই প্রতিপক্ষ শ্রীলঙ্কা। আমরা কোন কোন জায়গায় ভুল করেছি- সেটা আগে খুঁজতে হবে। একই ভুল বারবার করলে চলবে না।’
আগামী ৯ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে টেস্ট। তার আগে সেখানে একটি প্রস্তুতি ম্যাচও খেলবে টাইগাররা। হতাশা মুছে ফেলে সেখানে ভাল করতে চাইছে বাংলাদেশ।
তার আগে দিন-কয়েক ছুটি কাটাবেন ক্রিকেটাররা। ৩১ জানুয়ারি থেকে শুরু হবে অনুশীলন। কোচ চন্ডিকা হাথুরুসিংহে যোগ দেবেন তখনই।
Discussion about this post