ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বিশ্বকাপটা কিছুতেই ভাল হচ্ছে না দক্ষিণ আফ্রিকার। টানা তিন ম্যাচেই হার। ঠিক তখনই জানা গেলো
অবসর ভেঙে ইংল্যান্ড বিশ্বকাপে খেলতে চেয়েছিরেন এবি ডি ভিলিয়ার্স। জাতীয় দলে ফেরার প্রস্তাব দিয়েছিলেন চূড়ান্ত দল ঘোষণার আগের দিন। কিন্তু তাকে দলে রাখেনি ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।
ডি ভিলিয়ার্সকে ফের ডাকলে যারা তার অনুপস্থিতিতে দলে ছিল তাদের প্রতি অন্যায় হবে। এ অবস্থায় তার অভাবটা চোখে পড়ছে। এরমধ্যে কাঁধের চোটের দল থেকে বিদায় নিয়েছেন তারকা পেসার ডেল স্টেইন। এ অবস্থায় ডি ভিলিয়ার্সকে দলে না নেওয়ায় সমালোচনার মুখে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।
এপ্রিলে ডি ভিলিয়ার্স প্রস্তাবটা দিয়েছিলেন। টুইট বার্তায় অবশ্য দলের প্রতি সমর্থন জানালেন ভিলিয়ার্স। বলেন, ‘গুরুত্বপূর্ণ বিষয় হল, আমাদের উচিত বিশ্বকাপে দলকে সমর্থন জানানোয় মনোযোগী হওয়া। এখনো অনেকটা পথ পাড়ি দিতে হবে। আমার বিশ্বাস ছেলেরা এখনো পুরোটা পথ পাড়ি দিতে পারবে।’
ডি ভিলিয়ার্স অবসর নেন ২০১৮ সালের মে-তে। বিশ্বকাপ মাঠে গড়ানোর ঠিক এক বছর আগে। এই সময়টাতে ঘরোয়া বা আন্তর্জাতিক ক্রিকেটে খেলেননি তিনি।
Discussion about this post