এবি ডি ভিলিয়ার্স মানেই ব্যাট হাতে ঝড়। আরো একবার সেই কথার সত্যতা মিলল। আরেকটু হলে বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরি পেয়ে যেতে পারতেন তিনি। শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫২ বলে পেয়ে যান শতরান। যা বিশ্বকাপের দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি। বিশ্বকাপে দ্রুততম শতকের রেকর্ডটি আয়ারল্যান্ডের কেভিন ও’ব্রায়ানের। গতবার ইংল্যান্ডের বিপক্ষে ৫০ বলে শতরান করেন তিনি।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ডি ভিলিয়ার্সের ব্যাটিং ঝড়ে ৫ উইকেটে ৪০৮ রান তুলে দক্ষিণ আফ্রিকা। ৬৬ বলে খেলে ডি ভিলিয়ার্স করেন ১৬২। যাতে ছিল ১৭টি চার ও ৮টি ছক্কা!
বি’ গ্রুপের ম্যাচে জবাব দিতে নেমে ৩৩.১ ওভারে ১৫১ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ। ২৫৭ রানের বিশাল এক জয় পায় প্রোটিয়ারা।
এদিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের পেসার জ্যাসন হোল্ডার ইনিংসের ৪৮তম ওভারে ৩৪ রান দিয়েছেন। এটি বিশ্বকাপে এক ওভারে কোনো বোলারের দ্বিতীয় সর্বোচ্চ রান দেওয়ার রেকর্ড!
সংক্ষিপ্ত স্কোর-
দক্ষিণ আফ্রিকা: ৫০ ওভারে ৪০৮/৫ (ডি কক ১২, আমলা ৬৫, দু প্লেসি ৬২, রুশো ৬১, ডি ভিলিয়ার্স ১৬২*, মিলার ২০, বেহারদিন ১০*; গেইল ২/২১, রাসেল ২/৭৪, হোল্ডার ১/১০৪)
ওয়েস্ট ইন্ডিজ: ৩৩.১ ওভারে ১৫১/১০ (স্মিথ ৩১, গেইল ৩, স্যামুয়েলস ০, কার্টার ১০, রামদিন ২২, সিমন্স ০, স্যামি ৫, রাসেল ০, হোল্ডার ৫৬, টেলর ১৫*, বেন ১; ৫/৩৯, মরকেল ২/২৩, অ্যাবট ২/৩৭, স্টেইন ১/২৪)
ফল: দক্ষিণ আফ্রিকা ২৫৭ রানে জয়ী
ম্যাচসেরা: এবি ডি ভিলিয়ার্স।
Discussion about this post