সময় এখন এবিডি ভিলিয়ার্সের। একের পর এক চমক দেখিয়ে যাচ্ছেন তিনি। এইতো এবার ছক্কার বন্যা বইয়ে গড়ে ফেললেন রেকর্ড। বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ ছক্কার রেকর্ড এখন তার। পেছনে ফেললেন অস্ট্রেলিয়ার ম্যাথু হেডেন ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলকে। হাকালেন ২০ ছক্কা! বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৯৯ রানের এক ইনিংস খেলার পথে এই রেকর্ড গড়েন ডি ভিলিয়ার্স।
২০০৭ বিশ্বকাপে ১৮ ছক্কা হাকিয়ে রেকর্ড গড়েন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান হেডেন। এরপর এবার ১৮ ছক্কা হাকিয়ে তার রেকর্ড স্পর্শ করেন গেইল। কিন্তু তাদের রেকর্ড থাকল না।
ভিলিয়ার্সের এই ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ১৪৬ রানে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা।
সংক্ষিপ্ত স্কোর-
দক্ষিণ আফ্রিকা: ৫০ ওভারে ৩৪১/৬ (আমলা ১২, ডি কক ২৬, রুশো ৪৩, ডি ভিলিয়ার্স ৯৯, মিলার ৪৯, ডুমিনি ২৩, বেহারদিন ৬৪*, ফিল্যান্ডার ১০*; নাভেদ ৩/৬৩, তৌকির ১/৪৭, শাহজাদ ১/৫৯, জাভেদ ১/৮৭)
সংযুক্ত আরব আমিরাত: ৪৭.৩ ওভারে ১৯৫/১০ (আমজাদ ২১, বেরেঙ্গার ৫, খুররম ১২, আনোয়ার ৩৯, স্বপ্নিল ৫৭, হায়দার ৭, জাভেদ ৫, নাভেদ ১৭, তৌকির ৩; ডি ভিলিয়ার্স ২/১৫, মরকেল ২/২৩, ফিল্যান্ডার ২/৩৪, ডুমিনি ১/১২, তাহির ১/৪০, স্টেইন ১/৪০)
ফল: দক্ষিণ আফ্রিকা ১৪৬ রানে জয়ী।
ম্যাচসেরা: এবি ডি ভিলিয়ার্স।
Discussion about this post