সঙ্গীতের প্রতি তার টান অনেক দিনের। তার বাবাও ছিলেন তেমনি। তাইতো কিংবদন্তি শচীন দেব বর্মণের নামে নাম রাখেন তার ছেলের। সেই সন্তানটি অবশ্য বড় হয়ে ক্রিকেটার হন। যাকে বলে বিশ্বসেরাদের অন্যতম। সেই শচীন কিছুদিন আগে জনপ্রিয় গায়ক সনু নিগামের সঙ্গে গলা মিলিয়ে গান গেয়েছেন।
তার প্রিয় গায়ক কিশোর কুমার। প্রিয় ব্যান্ড ‘ডায়ার স্ট্রেটস’। ৷নিজের অ্যাপ ‘হান্ড্রেড এমবি মাস্টার ব্লাস্টার’-এর প্রমোশনে সনু নিগমের সঙ্গে জুটি বেঁধে ‘নাচো ক্রিকেট ওয়ালি বিট পে’ দারুণ উন্মাদনা ছড়িয়েছে। ইউটিউবকে ভক্তরা দেখছেন এই গানের ভিডিও।
এবার শোনা যাচ্ছে নিজের শৈশবের হিরো স্যার ভিভ রিচার্ডসের সঙ্গে গলা মেলাবেন শচীন। গত শুক্রবার একটি ছবি টুইটারে পোস্ট করেছেন ভারতীয় সাবেক এই ব্যাটিং জিনিয়াস। স্যার ভিভকে নিজের বাসায় নিমন্ত্রন করেন শচীন। সেখানেই নাকি এনিয়ে কথা হল।
এখন দেখার বিষয় দুই কিংবদন্তি গানের দুনিয়ায় কেমন ঝড় তুলেন!
Discussion about this post