নিজেকে আরো ইর্ষনীয় উচ্চতায় নিয়ে গেলেন বিরাট কোহলি। দুঃসময় কাটিয়ে উঠে রানে ফিরতেই গড়লেন নতুন রেকর্ড।
ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে কম ইনিংসে ৬ হাজার রানের মাইলফলক পেরিয়ে গেলেন কোহলি। তাতেই তিনি ভাঙ্গলেন ইন্ডিজের ব্যাটিং কিংবদন্তি ভিভ রিচার্ডসের রেকর্ড।
হায়দরাবাদে রোববার শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ৫৩ রান করার পথে ছয় হাজার রান পূর্ণ করেন কোহলি। এজন্য ভারতীয় এই ব্যাটসম্যান খেলেছেন ১৩৬ ইনিংস। ৬ হাজারি ক্লাবে ঢুকতে স্যার ভিভ খেলেছিলেন ১৪১ ইনিংস।
২০০৮ সালের আগষ্টে এই শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে অভিষেক হয়েছিল কোহলির। এদিকে কোহলির রেকর্ডের দিনে
শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারাল ভারত। তাতেই ২ ম্যাচ বাকি থাকতেই ৩-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা
এদিন রেকর্ড গড়লেন শিখর ধাওয়ানও। ওয়ানডেতে ভারতের কোনো ব্যাটসম্যান হিসেবে সবচেয়ে কম ইনিংস (৪৮) খেলে দুই হাজার রান পূর্ণ করলেন।
ম্যাচে শ্রীলঙ্কান কিংবদন্তি মাহেলা জয়াবর্ধানে ওয়ানডে ক্রিকেটে ১২ হাজার রান ক্লাবের সদস্য হলেন।
সংক্ষিপ্ত স্কোর-
শ্রীলঙ্কা: ৪৮.২ ওভারে ২৪২/১০ (দিলশান ৫৩, জয়াবর্ধনে ১১৮, প্রসন্ন ২৯; যাদব ৪/৫৩, প্যাটেল ৩/৪০)
ভারত: ৪৪.১ ওভারে ২৪৫/৪ (রাহানে ৩১, ধাওয়ান ৯১, রাউডু ৩৫, কোহলি ৫৩*; দিলশান ১/১০)
ফল: ভারত ৬ উইকেটে জয়ী
ম্যাচসেরা: মাহেলা জয়াবর্ধনে।
Discussion about this post