এমনিতে ব্যাট হাতে সময় ভালই কাটছে তামিম ইকবালের। ২০১৭ সালে ২৪ ম্যাচে ব্যাট করেছেন ৩১ ইনিংস। রান করেছেন ৪১.৩৩ গড়ে ১২৩১। ২টি সেঞ্চুরির সঙ্গে ৯টি হাফ সেঞ্চুরি। তাইতো নিজের পারফরম্যান্সে সন্তুষ্ট ড্যাশিং এ ওপেনার। তবে ভালো করার আরও সুযোগ দেখছেন তিনি। তামিম জানালেন, ‘২০১৭ সালটা আমার জন্য ভালো ছিলো। বিশেষ করে ওয়ানডেতে। চেষ্টা থাকবে এটাকে আরো দীর্ঘ করার। সামনের সিরিজগুলোতেও একই মানসকিতা ও আত্মনিবেদন নিয়ে চেষ্টা করবো আরো ভালো করতে।’
২০১৭ সালে মুশফিকুর রহীম সর্বোচ্চ ১২৬২, সাকিব আল হাসান তৃতীয় সর্বোচ্চ ১২১৫ রান করেছিলেন। তারপরও পুরো দলের পারফরম্যান্সে খুশি নন তামিম। রোববার মিরপুর একাডেমিতে এনিয়ে বললেন, ‘গত বছর আমাদের সফলতা একটু ছিল। তবে আরো ভালো করতে পারতাম। শ্রীলঙ্কায় আমরা সিরিজ ড্র করেছি। ওইটা জিততেও পারতাম। ছোট ছোট ভুল ছিলো, ভালো কিছু ফলাফল ছিলো। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডকে হারানো, ত্রিদেশীয় সিরিজেও (আয়ারল্যান্ডে) নিউজিল্যান্ডকে হারানো। শ্রীলঙ্কা সফরটাও সব মিলিয়ে ভালো ছিল। ইতিবাচক ছিল।’
তামিম আরো জানালেন, ‘গত বছরের চেয়ে নতুন বছরে ভালো ক্রিকেট খেলার আশা ও প্রত্যাশা থাকবে। আমার জন্য দোয়া করবেন যাতে আমি নতুন বছরে আরো সফল হই এবং বাংলাদেশকে যাতে আরো বেশি ম্যাচ জেতাতে পারি।’
Discussion about this post