১৪ ফেব্রুয়ারি। বিশ্বজুড়ে দিনটি পরিচিত বিশ্ব ভালবাসা দিবস হিসেবে। এই ভালবাসা-বাসির দিন কি বাংলাদেশ ক্রিকেট দলের দুঃখটা দুর হবে।
-দুঃখ?
হ্যাঁ, সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে ২ রানের হারটা দুঃখ ছাড়া আর কি! হাতের নাগালে এসে পড়া জয়-ফস্কে গেল। তাও আবার শেষ বলে! ম্যাচে তিসারা পেরেইরার সেই ফুলটস বলটার সম্ভাব্য প্রাপ্য হতে পারত দুটো-বাউন্ডারি অথবা ‘নো বল’। কোমর সমান উচ্চতায় ফুলটস বল ক্রিকেট আইনে ‘নো বল’। কিন্তু মাঠের আম্পায়ার সেটাকে বৈধ বল বলেই রায় দিলেন। এমনকি টিভি আম্পায়ারও তাই! আর সেই ফুলটস বল মাঠের বাইরে পাঠাতে গিয়ে বোলারের হাতে ফিরতি ক্যাচ তুলে দিলেন এনামুল হক। বাংলাদেশ ম্যাচ হারল ২ রানে। জীবনের প্রথম টি-টুয়েন্টিতে হাফসেঞ্চুরি হাঁকিয়েও এনামুল ম্যাচ শেষে কাঁদলেন-২ রানে হারের দুঃখে।
১৪ ফেব্রুয়ারি শুক্রবার সেই দুঃখ ভোলার দিন। সিরিজের দ্বিতীয় এবং শেষ টি-টুয়েন্টি ম্যাচ এদিন। ভেন্যু সেই একই-চট্টগ্রামের জুহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম।
আর যথারীতি এটাও ব্যাটসম্যানদের জন্য স্বর্গের উইকেট। টসে জিতে এখানে ব্যাটিং বেছে নিয়ে ২০০ রানের স্কোর তোলা তেমন কঠিন কোন কাজ নয়। আর সেই রান তাড়া করতে নেমে টার্গেট টপকে যাওয়াও অসম্ভব কোন কিছু নয়! এতটাই সহজ ব্যাটিং উইকেট পাচ্ছে টি-টুয়েন্টি সিরিজে উভয়দল।
শুরুতে নয়, এবার সমস্যাটা শেষে।
ব্যাটিং-বোলিং দুই ক্ষেত্রেই! ব্যাটে-বলে শেষের হিসেব মেলাতে না পারায় সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে ২ রানে হারল বাংলাদেশ। এরসঙ্গে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা দুভার্গ্যকেও দায়ি করেছেন। সিরিজের দ্বিতীয় ম্যাচে শুক্রবার পেছনের সব ব্যর্থতা মুছে ফেলতে চায় বাংলাদেশ। সেই দৃঢ়তা নিয়ে বৃহস্পতিবার দুপুরে মাঠে মনোযোগী ছাত্র’র ভঙ্গিতে অনুশীলন সেরেছে মাশরাফির দল। এই ম্যাচে বাংলাদেশ দলে কয়েকটি বদলের চিন্তাভাবনার খবর উড়ে বেড়াল। ব্যাটিংয়ে মিঠুন চৌধুরীর জায়গায় সাব্বির রহমানের অর্ন্তভুক্তি প্রায় নিশ্চিত। এমনটা হলে উইকেটকিপারের গ্লাভস হাতে বাড়তি দায়িত্ব পালন করবেন এনামুল হক। অফফর্মে থাকা সোহাগ গাজীকে সরিয়ে একাদশে দেখা যেতে পারে মাহমুদউল্লাহকে।
প্রথম ম্যাচে শূণ্য রানে বোল্ড হওয়া শ্রীলঙ্কান ওপেনার তিলকরত্নে দিলশান দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে বড়কিছু দেখাতে মুখিয়ে আছেন। টি-টুয়েন্টি স্পেশালাষ্টিক হিসেবে দলে তার জায়গা।
বিশেষ কিছু একটা তো তাকে করে দেখাতেই হবে!
প্রথম ম্যাচের মতো এই ম্যাচও বাংলাদেশ সময় বিকাল পাঁচটায় শুরু হবে।
Discussion about this post