জবাবটা বেশ দিলেন বিরাট কোহলি। শ্রীলঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুসদের জবাবে ভারত অধিনায়কজের শতরান। আর তাতেই ৩ উইকেটের জয় তুলে নিয়েছে স্বাগতিকরা।
এই জয়ে রচিত হল নতুন ইতিহাস। এই প্রথম পাঁচ ওয়ানডের সিরিজে ৫-০ ব্যবধানে শ্রীলঙ্কাকে হারাল ভারত।
রোববার রাঁচির জেএসসিএ আন্তর্জাতিক স্টেডিয়াম কমপ্লেক্সে টস জিতে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। অধিনায়ক ম্যাথুস করেন ১৩৯ রান। আর ৮ উইকেটে হারিয়ে দল করে ২৮৬ রান। জবাব দিতে নেমে ৮ বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায় ভারত। কোহলি করেন ১৩৯।
সংক্ষিপ্ত স্কোর-
শ্রীলঙ্কা: ৫০ ওভারে ২৮৬/৮ (দিলশান ৩৫, জয়াবর্ধনে ৩২, ম্যাথুস ১৩৯*, থিরিমান্নে ৫২; কুলকার্নি ৩/৫৭, প্যাটেল ২/৪৫, অশ্বিন ২/৫৬)
ভারত: ৪৮.৪ ওভারে ২৮৮/৭ (রাইডু ৫৯, কোহলি ১৩৯*; মেন্ডিস ৪/৭৩, ম্যাথিউস ২/৩৩)
ফল: ভারত ৩ উইকেটে জয়ী
ম্যাচসেরা: অ্যাঞ্জেলো ম্যাথিউস
সিরিজ: ভারত ৫-০’তে জয়ী
সিরিজসেরা: বিরাট কোহলি
Discussion about this post