‘এ’ দলের মোড়কে আসলে জাতীয় দলটা নিয়েই ভারত সফরে গেল বাংলাদেশ নারী ক্রিকেট দল। ২৪ দিনের সফরে একদিনের ম্যাচ ও টি-টুয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ ‘এ’ দল। ভারত ‘এ’ দলের বিপক্ষে ৩টি একদিনের ও ৩টি টি-টুয়েন্টি ম্যাচ খেলবে সফরকারীরা। জাতীয় অধিনায়ক রুমানা আহমেদ নেতৃত্ব দেবেন এই দলকে। দলে আছেন অভিজ্ঞ সালমা খাতুন, জাহানারা আলমসহ জাতীয় দলের অন্য ক্রিকেটাররাও।
আসল লড়াই শুরুর আগে কর্নাটক ক্রিকেট অ্যাসোসিয়েশন দলের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে নারী দল। ম্যাচ দুটো হবে আগামী রোববার ও মঙ্গলবার।
ওয়ানডে ম্যাচের সিরিজটি হবে কর্নাটকের শহর বেলগাউমে। ২, ৫ ও ৮ ডিসেম্বর হবে ম্যাচ তিনটি। কর্নাটকের আরেক শহর হুবলিতে টি-টুয়েন্টি সিরিজ। ১২, ১৪ ও ১৬ ডিসেম্বর ম্যাচ তিনটি। সফর শেষে আগামী ১৭ ডিসেম্বর দেশে ফিরবে রুমানার দল।
বাংলাদেশ ‘এ’ দল-
রুমানা আহমেদ (অধিনায়ক), জাহানারা আলম, ফারজানা হক পিংকি, লতা মণ্ডল, সালমা খাতুন (সহ-অধিনায়ক), খাদিজা-তুল-কুবরা, ফাহিমা খাতুন, নিগার সুলতানা, পান্না ঘোষ, শায়লা শারমিন, নাহিদা আকতার, মুর্শিদা খাতুন হ্যাপি, সুরাইয়া আজমিন, শামিমা সুলতানা, লিলি রানি বিশ্বাস ও সানজিদা ইসলাম।
Discussion about this post