দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশের মধ্যে ক্রমবর্ধমান সংঘাত এবার থামিয়ে দিল ভারতের সবচেয়ে জনপ্রিয় আসর আইপিএল। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এক বিবৃতিতে আজ জানাল- সীমান্ত পরিস্থিতি অবনতির কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বাকি ম্যাচসমূহ এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে।
জম্মুর নিকটবর্তী ধর্মশালায় গতকাল বৃহস্পতিবার রাতে পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের ম্যাচ মাঝপথে বাতিল হওয়ার পরপরই। বিসিসিআই শুরুতে বিদ্যুৎ বিভ্রাটকে দায়ী করলেও পরে প্রকাশ্য হয়-এটি আসলে সীমান্তের সামরিক সঙ্কটেরই প্রতিফলন। জম্মুতে একাধিক বিস্ফোরণ ও পাকিস্তানি ড্রোন হামলার প্রেক্ষাপটে ম্যাচটি বন্ধ করে দেওয়া হয় এবং দর্শকদের নিরাপত্তার খাতিরে মাঠ খালি করা হয়।
ধর্মশালার আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ায় আইপিএল কর্তৃপক্ষ বিশেষ ট্রেনের মাধ্যমে পাঞ্জাব ও দিল্লির খেলোয়াড় ও কর্মকর্তাদের দিল্লি পাঠানোর ব্যবস্থা করেছে। এই অঞ্চলের প্রধান বিমানবন্দর কার্যত অচল হয়ে পড়েছে। শুধু খেলা নয়, পরিবহন ও নিরাপত্তার জটিলতায় গোটা আয়োজন অনিশ্চয়তায় পড়েছে।
এখনো আইপিএলের লিগ পর্বে ১২টি ও প্লে-অফসহ মোট ১৬টি ম্যাচ বাকি। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী দেশের বিভিন্ন শহরে ম্যাচগুলো হওয়ার কথা থাকলেও বর্তমান পরিস্থিতিতে তা সম্ভব নয় বলেই মনে করছে বোর্ড। শুক্রবারের জরুরি বৈঠকে আগামী রোববারের ম্যাচ আহমেদাবাদে সরানোর পরিকল্পনাও বাতিল করে সাময়িকভাবে পুরো টুর্নামেন্ট স্থগিত রাখার সিদ্ধান্ত হয়।
এই সঙ্কটের ছায়া পড়েছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এর ওপরও। টুর্নামেন্টের বাকি আটটি ম্যাচ পাকিস্তান থেকে সরিয়ে সংযুক্ত আরব আমিরাতে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে পিসিবি।
Discussion about this post