শক্তির বিচারে বাংলাদেশের চেয়ে তারা বেশ এগিয়ে। মাঠের লড়াইয়েও ঠিক তারই ছাপ দেখা গেল। মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে ভারতের বিপক্ষে লড়তে পারেনি দল। ১১০ রানে হেরে গেছে বাংলাদেশ।
মঙ্গলবার হ্যামিল্টনে ভারতকে ২২৯ রানে আটকে রাখে বাংলাদেশের মেয়েরা। এরপর ব্যাট হাতে ফ্লপ টাইগ্রেস ব্যাটসম্যানরা। দল অলআউট ১১৯ রান। ইতিহাস বলছে-এটি রানের হিসেবে ওয়ানডেতে বাংলাদেশের দ্বিতীয় সবচেয়ে বাজে হার। চলতি বিশ্বকাপে বিশ্বকাপে ৬ ম্যাচে ভারতের এটি তৃতীয় জয়, পাঁচ ম্যাচে চতুর্থ হার বাংলাদেশের।
ভারতকে জবাব দিতে নেমে কিছুই করতে পারেনি বাংলাদেশ। ৫ ওভার শেষে দল তুলে ১২ রান। শারমিন আক্তারের বিদায়ে শুরু। এরপর একের পর এক উইকেট হারিয়েছে দল। ৩৫ রানে ৫ উইকেট হারিয়ে হাল ধরেন সালমা খাতুন ও লতা মণ্ডল। দুজন মিলে ৪০ রানের জুটি গড়লেও লাভ হয়নি। ৪ চারে ৩৫ বলে ৩২ রান করে সালমা আউট। ৪৬ বলে ২৪ রান করেন লতা মণ্ডল।
সংক্ষিপ্ত স্কোর-
ভারত: ৫০ ওভারে ২২৯/৭ (স্মৃতি ৩০, শেফালি ৪২, স্বস্তিকা ৫০, মিতালি ০, হারমানপ্রিত ১৪, রিচা ২৬, পুজা ৩০*, স্নেহ রানা ২৭, ঝুলন ২*; সালমা ৮-১-২৩-০, জাহানারা ৪-০-৫২-১, নাহিদা ৯-০-৪২-২, রিতু মনি ১০-২-৩৭-৩, রুমানা ৮-১-২৭-০, লতা ৪-০-২০-০, ফাহিমা ৩-০-২২-০)।
বাংলাদেশ: ৪০.৩ ওভারে ১১৯/১০ (মুর্শিদা ১৯, শারমিন ৫, ফারজানা ০, নিগার ৩, রুমানা ২, লতা ২৪, সালমা ৩২, রিতু ১৬, ফাহিমা ১, নাহিদা ০, জাহানারা ১১*; ঝুলন ৭.৩-১-১৯-২, রাজেশ্বরি ১০-৪-১৫-১, পুজা ৬-০-২৬-২, স্নেহ রানা ১০-২-৩০-৪, পুনম ৭-০-২৫-১)।
ফল: ভারত ১১০ রানে জয়ী।
ম্যাচসেরা: স্বস্তিকা ভাটিয়া।
Discussion about this post