টানা দুই ওয়ানডে জিতে সিরিজটা আগেই নিজেদের করে নিয়েছিল বাংলাদেশ। এবার ছিল ‘বাংলাওয়াশ’ করার পালা। কিন্তু পাকিস্তানের বিপক্ষে সেটা সম্ভব হলেও ভারতকে তেমন লজ্জায় ডুবাতে পারল না বাংলাদেশ। বুধবার তৃতীয় ওয়ানডেতে টাইগারদের ৭৭ রানে হারল ভারত। তাইতো ২-১ ব্যবধানে সিরিজ জিতল মাশরাফি বিন মর্তুজার দল।
একইসঙ্গে দেশের মাঠে সিরিজ জয় অভ্যাসে পরিনত করলেন সাকিব-তামিমরা।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। ৬ উইকেট হারিয়ে তারা করে ৩১৭ রান। শেষে এসে রানের দেখা পেলেন মহেন্দ্র সিং ধোনি। অধিনায়কের ব্যাটে ৬৯। শিখর ধাওয়ান করেন ৭৫।
এরপর জবাব দিতে নেমে ৪৭ ওভারে ২৪০ রানে অলআউট স্বাগতিকরা। অবশ্য আগের ম্যাচের মতো লাগসই জবাব হয়নি। সৌম্য সরকারের ব্যাটে ৪০। সাব্বির রহমান করেন ৪৩ রান।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত: ৫০ ওভারে ৩১৭/৬ (রোহিত ২৯, ধাওয়ান ৭৫, কোহলি ২৫, ধোনি ৬৯, রাইডু ৪৪, রায়না ৩৮, বিনি ১৭*, অক্ষর ১০*; মাশরাফি ৩/৭৬, মুস্তাফিজ ২/৫৭, সাকিব ১/৩৩)
বাংলাদেশ: ৪৭ ওভারে ২৪০/১০ (তামিম ৫, সৌম্য ৪০, লিটন ৩৪, মুশফিক ২৪, সাকিব ২০, সাব্বির ৪৩, নাসির ৩২, মাশরাফি ০, সানি ১৪*, রুবেল ২, মুস্তাফিজ ৯; রায়না ৩/৪৫, ধবল ২/৩৪, অশ্বিন ২/৩৫, রাইডু ১/৫, বিনি ১/৪১, অক্ষর ১/৪৪)
ফল: ভারত ৭৭ রানে জয়ী
সিরিজ: বাংলাদেশ ২-১ ব্যবধানে জয়ী
সিরিজসেরা: মুস্তাফিজুর রহমান
Discussion about this post