ইনজুরি নিয়ে বিশ্বকাপ থেকে ফিরতে হয়েছে তাকে। সেই ধাক্কা সামলে উঠে ফের জাতীয় দলে খেলার পথ প্রস্বস্ত হল এনামুল হক বিজয়ের। তার পাশাপাশি ভারতের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজের জন্য প্রাথমিক দলে ফিরেছেন পেসার শফিউল ইসলাম।
রোববার ২৩ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
ডাক পাওয়া ক্রিকেটারদের আগামী বুধবার সকাল সোয়া দশটায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জাতীয় দলের ট্রেনার মারিও ভিল্লাভারায়নের কাছে রিপোর্ট করতে বলা হয়েছে। তরুণ বাঁহাতি পেসার মুস্তাফিজও আছেন ২৩ সদস্যের দলে।
সফরে বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে একটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলবে ভারত। এই উপলক্ষ্যে ৭ জুন ঢাকা আসবে দলটি।
১০ জুন থেকে ফতুল্লায় শুরু একমাত্র টেস্ট ম্যাচ। এরপর
১৮, ২১ ও ২৪ জুন দিবা-রাত্রির তিনটি ওয়ানডে ম্যাচ মিরপুর শেরে বাংলায়।
বাংলাদেশ দল-
তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, শুভাগত হোম চৌধুরী, লিটন দাস, নাসির হোসেন, এনামুল হক, সাব্বির রহমান, তাইজুল ইসলাম, আরাফাত সানি, জুবায়ের হোসেন, মাশরাফি বিন মুর্তজা, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, আবুল হাসান, মোহাম্মদ শহীদ, শফিউল ইসলাম এবং রনি তালুকদার।
Discussion about this post