ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বাংলাদেশ নারী ক্রিকেটে এখনো ‘এ’ দল সেভাবে গড়ে উঠেনি। তবে সময়ের সঙ্গে পথ চলছে মেয়েরাও। এবার ব্যস্ততা বাড়ছে বাংলাদেশ নারী ‘এ’ দলেরও। ভারতীয় ‘এ’ দলের বিপক্ষে শুরু হচ্ছে তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টির সিরিজ। তাএই চ্যালেঞ্জ সামনে রেখে সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড ঘোষণা করেছে দুই ফরম্যাটের বাংলাদেশ নারী ‘এ’ দল।
১৫ সদস্যের বাংলাদেশ নারী ‘এ’ দলের অধিনায়ক মনোনীত হয়েছেন অলরাউন্ডার শায়লা শারমীন।
দলের নতুন মুখ পুজা চক্রবর্তী, মুমতা হেনা হাসনাত ও ফারিয়া ইসলাম। পুজা উঠে এসেছেন পেসার হান্ট থেকে। দলে রুমানা আহমেদ ও নিগার সুলতানা রয়েছেন। তবে প্রথম ম্যাচ খেলে বিগ ব্যাশ লিগে খেলতে চলে যাবেন দু’জন। তাদের জায়গায় দেখা যাবে মুমতা হেনা ও ফারিয়াকে।
বুধবার ঢাকায় আসছে ভারতীয় নারী ‘এ’ দল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৪ অক্টোবর প্রথম ওয়ানডে। সিরিজের পরের দুই ওয়ানডে ম্যাএকই মাঠে ৬ ও ৮ অক্টোবর। কক্সবাজারে তিনটি টি-টুয়েন্টি অনুষ্ঠিত হবে ১১, ১২ ও ১৪ অক্টোবর। ভেন্যু কক্সবাজার।
ওয়ানডে ম্যাচের বাংলাদেশ নারী‘এ’ দল
শায়লা শারমিন (অধিনায়ক), নুজহাত তাসনিয়া (উইকেটরক্ষক), সানজিদা ইসলাম, শারমিন আক্তার, রিতু মণি, মুর্শিদা খাতুন, রুমানা আহমেদ (প্রথম ম্যাচ), নিগার সুলতানা (প্রথম ম্যাচ), ফাহিমা খাতুন, নাহিদা আক্তার, খাদিজা-তুল-কুবরা, সুরাইয়া আজমিন, পুজা চক্রবর্তী, শোভানা মুশতারী, ফারজানা হক, মুমতা হেনা হাসনাত (শেষ দুই ম্যাচ), ফারিহা ইসলাম (শেষ দুই ম্যাচ)।
টি-টুয়েন্টির বাংলাদেশ নারী ‘এ’ দল
শায়লা শারমিন (অধিনায়ক), নুজহাত তাসনিয়া (উইকেটরক্ষক), সানজিদা ইসলাম, শারমিন সুলতানা, রিতু মণি, মুর্শিদা খাতুন, ফাহিমা খাতুন, নাহিদা আক্তার, খাদিজা-তুল-কুবরা, সুরাইয়া আজমিন, পুজা চক্রবর্তী, শোভানা মুশতারী, ফারজানা হক, মুমতা হেনা হাসনাত ও ফারিহা ইসলাম।
Discussion about this post