বিশ্বকাপে জয়টাকে রীতিমতো অভ্যাসে পরিনত করে ফেলেছে ভারত। গ্রুপ পর্বের ৬ ম্যাচেই তুলে নিয়েছে জয়। শেষ ম্যাচে বর্তমান চ্যাম্পিয়নরা ৬ উইকেটে হারাল জিম্বাবুয়েকে।
ব্রেন্ডন টেইলরের টানা দ্বিতীয় সেঞ্চুরিতে ২৮৭ রান করে জিম্বাবুয়ে। এই ম্যাচ দিয়ে জিম্বাবুয়ের হয়ে ক্যারিয়ার শেষ করেন ব্রেন্ডন টেলর। শতরান দিয়ে অধ্যায় শেষ! এখন ইংল্যান্ডের নাগরিত্ব পেতে চেস্টা চালিয়ে যাবেন তিনি। জবাব দিতে নেমে শুরুতে ধাক্কা খেলেও ৮ বল বাকি থাকতেই ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ভারত।
বৃহস্পতিবার কোয়ার্টার-ফাইনালে ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ। মেলবোর্নে ম্যাচটি শুরু হবে সকাল সাড়ে নয়টায়।
সংক্ষিপ্ত স্কোর-
জিম্বাবুয়ে: ৪৮.৫ ওভারে ওভারে ২৮৭/১০ (চিবাবা ৭, মাসাকাদজা ২, মায়ার ৯, টেলর ১৩৮, উইলিয়ামস ৫০, আরভিন ২৭, রাজা ২৮, চাকাভা ১০, পানিয়াঙ্গারা ৬, চাটারা ০; উমেশ ৩/৪৩, সামি ৩/৪৮, মোহিত ৩/৪৮,)
ভারত: ৪৮.৪ বলে ২৮৮/৪ (রোহিত ১৬, ধাওয়ান ৪, কোহলি ৩৮, রাহানে ১৯, রায়না ১১০*, ধোনি ৮৫*; পানিয়াঙ্গারা ২/৫৩, রাজা ১/৩৭)
ফল: ভারত ৬ উইকেটে জয়ী
ম্যাচসেরা: সুরেশ রায়না।
Discussion about this post