পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতে চমক দেখিয়েছিল বাংলাদেশের মেয়েরা। কিন্তু ভারতের বিপক্ষেই তা মিলিয়ে গেল! ছন্দ হারানো বাংলাদেশকে শেষ পর্যন্ত হোয়াইটওয়াশ করেছে ভারত। টি-টুয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে প্রস্তুতিটা মোটেও ভাল হল না সালমা খাতুনদের।
বৃহস্পতিবার কক্সবাজার স্টেডিয়ামে ভারতীয় মহিলা ক্রিকেট দলের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টুয়েন্টি ম্যাচেও ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ। সালমা খাতুনদের ৩-০ ম্যাচে হোয়াইটওয়াশ করল সফরকারীরা।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ তুলে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৮১ রান। আয়শা ৩২ বলে করেন ১৮। অধিনায়ক সালমা করেন ৩৪ রান। ৩টি করে উইকেট পান ভারতের গওহর সুলতানা ও শ্রাবন্তী নাইডু।
জবাবে ভারত ১৬.৪ ওভারেই ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়।
টি-টুয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ আছে ‘বি’ গ্র“পে। গ্র“পের বাকি চার দল হচ্ছে-ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, ভারত ও শ্রীলঙ্কা। ২৬ মার্চ সিলেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচ সালমাদের।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ : ২০ ওভারে ৮১/৮ (সালমা ৩৪, আয়শা ১৮; সুলতানা ৩/১৭, শ্রাবন্তী ৩/১৩)।
ভারত : ১৬.৪ ওভারে ৮২/৩ (কুমারি ৩৬, পাণ্ডে ২৬*; সালমা ১/৭, জাহানারা ১/১৭)।
ফল : ভারত ৭ উইকেটে জয়ী
ম্যাচসেরা : শ্রাবন্তী নাইডু
Discussion about this post