বিরাট কোহলির নেতৃত্ব রাজধানী ঢাকায় ভারতীয় ক্রিকেট দল। প্রায় সাড়ে পাঁচ বছর পর টেস্ট খেলতে বাংলাদেশে এলো ব্লুজরা। জেট এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে ঢাকা আসেন ক্রিকেটাররা। বিলাসবহুল হোটেল সোনারগাঁওয়ে উঠেছে তারা। সকাল সোয়া দশটার দিকে হোটেলে পৌঁছে দল।
দলের সঙ্গে আছেন হরভজন সিংও। একমাত্র টেস্টটি খেলে ক্যারিয়ারের ইতি টানবেন এই স্পিনার।
১০ জুন ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে শুরু হবে সিরিজের একমাত্র টেস্ট ম্যাচ।
ভারতের সঙ্গে ১৮, ২১ ও ২৪ জুন দিন-রাতের তিনটি ওয়ানডে ম্যাচ হবে। ভেন্যু মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
ভারতের টেস্ট স্কোয়াড-
বিরাট কোহলি (অধিনায়ক), মুরালি বিজয়, শিখর ধাওয়ান, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে, রোহিত শর্মা, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিন, হরভজন সিং, করণ শর্মা, ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব, বরুণ অ্যারন, লোকেশ রাহুল (ইনজুরিতে আক্রান্ত) এবং ইশান্ত শর্মা।
Discussion about this post