ছবিটা হয়তো বাঁধিয়ে রাখবেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক রকিবুল হাসান। চ্যাম্পিয়ন হতেই তার হাতে যে ট্রফি তুলে দিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। এমন প্রাপ্তি, মনে রাখারই মতো। ভারত অনূর্ধ্ব-১৯ ‘বি’ দলকে অনায়াসে হারিয়ে ত্রিদলীয় টুর্নামেন্টের শিরোপা জিতল বাংলাদেশের যুবারা।
মঙ্গলবার কলকাতার ইডেন গার্ডেন্সে তিন দলীয় যুব ওয়ানডে টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশ জিতল ১৮১ রানের বড় ব্যবধানে। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারত অনূর্ধ্ব-১৯ ‘বি’ দলকে ২৩৫ রানের লক্ষ্য দেয় তারা। এরপর স্বাগতিকরা অলআউট ৫৩ রানে।
জয়ের নায়ক আইচ মোল্লা। যিনি ফাইনালে নিজের সেরাটাই দিলেন। একটুর জন্য অবশ্য পেলেন না সেঞ্চুরি। তবে দল তো জিতল বিশাল ব্যবধানে। সব মিলিয়ে আগামী জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজে হতে যাওয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে প্রস্তুতিটা ভালো হয়েছে জুনিয়রদের।
ম্যাচে আইচ মোল্লা করেন ৯৩ রান। আশিকুর ৫০। পরে দুই উইকেট নিয়ে ফাইনালের সেরা তিনিই।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: ৪১.৪ ওভারে ২৩৪/১০ (মাহফিজুল ০, ইফতেখার ১৭, নাবিল ২৮, আইচ ৯৩, ফাহিম ১৪, আরিফুল ৫, মেহরব ২, নাইমুর ৪, আশিকুর ৫০, রকিবুল ০*, তানজিম ০; ধানুশ ৭.৪-০-৬২-৩, রবি ৯-১-৪৪-২, আউম ৮-০-৫০-২)
ভারত অনূর্ধ্ব-১৯ ‘বি’ দল: ২১.৩ ওভারে ৫৩ (ফাইজ ২, শোয়ান ২, আরাধ্য ০, আনশ ৫, উদয় ২৬, কুশাল ১১, অনিশ্বার ২, শাশ্বত ১, ধানুশ ০, রবি ১*; তানজিম ৫-২-৪-১, আশিকুর ৪-১-৮-২, নাইমুর ৬.৩-০-১৬-৪, মেহরব ৩-১-৭-২)
ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ১৮১ রানে জয়ী
ফাইনালের সেরা: আশিকুর জামান
Discussion about this post