ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ভারতের মাঠে এসে ভারতকে হারানো, সহজ কোন গল্প নয়। কারণ দেশের মাঠে সব সময়ের চ্যাম্পিয়ন তারা। সেই দলটাকেই রীতিমতো মাটিতে নামিয়ে আনল ইংল্যান্ড। ৪২০ রানের মিশন ইমপসিবল লক্ষ্য তাড়া করে পঞ্চম দিন ১৯২ রানে অলআউট ভারত।
তার পথ ধরেই ২০১২ সালের পর দেশটিতে প্রথম জয় পেল ইংল্যান্ড। প্রথম টেস্টে ২২৭ রানে জিতে ৪ ম্যাচের সিরিজে এগিয়ে গেলো সফরকারীরা। এশিয়ায় টেস্টে এটি তাদের টানা ষষ্ঠ জয়। মানে উপমহাদেশে জয়ের ধারাবাহিকতা ধরে রাখল তারা। তবে
২০১৭ সালের পর দেশের মাটিতে ভারতের এটিই প্রথম হার।
এই জয়ে বাজিমাত ইংল্যান্ডের। জুনে লর্ডসে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা নিতে লড়ছে ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। ভারত-ইংল্যান্ড সিরিজের ফল অনুযায়ী নির্ধারণ করবে অন্য ফাইনালিস্ট। চেন্নাইয়ে প্রথম টেস্টে ভারতকে হারিয়ে পয়েন্ট টেবিলে চমক দেখাল ইংল্যান্ড। এই টেস্টের আগে শীর্ষে ছিল ভারত। চার নম্বরে ছিল ইংল্যান্ড। মঙ্গলবার স্বাগতিকদের হারিয়ে জো রুটের দল সবার উপরে। বিরাট কোহলির দলই চার নম্বরে।
অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা সফর স্থগিত হওয়ায় আগেই আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। অন্য ফাইনালিস্ট নিয়ে যতো ভাবনা।
টেস্ট চ্যাম্পিয়নশিপের ১১তম জয়ে ইংলিশরা ৭০.২ শতাংশ পয়েন্ট নিয়ে রয়েছে চূড়ায়। ৭০ শতাংশ পয়েন্টে দুইয়ে নিউজিল্যান্ড।৬৮.৩ শতাংশ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে ভারত।
ফাইনালে খেলতে ভারতকে চার ম্যাচের সিরিজ ২-০, ২-১, ৩-০, ৩-১, ৪-০ তে জিততে হবে। আর ইংল্যান্ডকে ৪-০, ৩-০, ৩-১ এ সিরিজ জিততে হবে।
A huge win over India in the first Test has propelled England to the top of the ICC World Test Championship standings 👀#WTC21 pic.twitter.com/8AaC8XMrjr
— ICC (@ICC) February 9, 2021
Discussion about this post