ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
প্রস্তুতি ম্যাচে পাকিস্তানকে হারিয়ে আত্মবিশ্বাস বেড়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের। সেটাকে পুঁজি করেই সোমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযানে নামছেন সালমা খাতুনরা। প্রতিপক্ষ ভারত। ম্যাচটি শুরু হবে পার্থে এদিন বাংলাদেশ সময় বিকাল ৫টায়।
গত এশিয়া কাপের ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা উল্লাস করেছেল বাংলাদেশের মেয়েরা। তাই প্রতিপক্ষের শক্তিমত্তা-দূর্বলতা সম্পর্কে জানা রয়েছে সালমাদের। এরইমধ্যে সেগুলোকে কাজও করেছেন তারা। যে কারণে আজ প্রতিপক্ষকে দারুণ চ্যালেঞ্জ জানাতে তৈরি তারা। পেসার জাহানারা আলম বিশ্বাস করেন নিজেদের প্রক্রিয়ায় ঠিক থাকলে ভারত বাঁধা ডিঙিয়ে যেতে পারবে বাংলাদেশ, ‘আমাদের দলের ১৫ জনই অনেক আত্মবিশ্বাসী। কেউই সহজে কোনও প্রতিপক্ষকে ছেড়ে দেবো না, শেষ পর্যন্ত লড়াই করব। যেভাবে প্রস্তুতি নিয়েছি, আমরা যদি আমাদের খেলা খেলতে পারি, তাহলে কোনও প্রতিপক্ষই কঠিন নয়। ভারতকে অন্য সব প্রতিপক্ষের মতোই বিবেচনা করছি। নিজেদের সেরা ক্রিকেট খেলতে পারলে ভারতকে হারানো সম্ভব।’
ভারতকে হারানোর আত্মবিশ্বাসের রসদটা বাংলাদেশ নাকি পেয়েছে প্রস্তুতি ম্যাচ থেকে। গতকাল জাহানারা আলমও বলেছেন এমন কথায়। তবে আজ সবকিছু নতুন করে শুরু করতে চান তিনি, ‘প্রস্তুতি ম্যাচটি যেহেতু জিতেছি, মনে হচ্ছে প্রস্তুতি ভালোই হয়েছে। পাকিস্তানকে হারানো সহজ ছিল না। ভালো ক্রিকেট খেলেছি বলে হারাতে পেরেছি। আমি নিশ্চিত মেয়েরা যে ভাবনায় আছে সেটা যদি মাঠে দেখাতে পারে তাহলে ভালো কিছু পাওয়া সম্ভব।’
এখন পর্যন্ত ভারতের বিপক্ষে ১১ টি-টোয়েন্টিতে ২টিতে জিতেছে বাংলাদেশের। এবার সে দলকে হারিয়ে বিশ্বমঞ্চে শুরুটা ভালো করতে চায় টাইগ্রেসরা।
এবারের বিশ্বকাপে ‘এ’ গ্রুপে খেলছে বাংলাদেশ। ভারত ছাড়াও সেখানে টাইগ্রেসদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। আগামী ২৭ ফেব্রুয়ারি ক্যানবেরায় নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে লাল-সবুজরা প্রতিনিধিরা। ২৯ ফেব্রুয়ারি তৃতীয় ম্যাচ মেলবোর্নে নিউজিল্যান্ডের বিপক্ষে। আর ২ মার্চ শ্রীলঙ্কার বিপক্ষে চতুর্থ ম্যাচ একই ভেন্যুতে লড়বে টাইগ্রেসরা।
Discussion about this post