শেষ পর্যন্ত মিরপুরে বৃহস্পতিবার জিতল আষাঢ়ের বৃষ্টি! কয়েক দফা বৃষ্টির উৎপাতের পর পরিত্যক্ত হল বাংলাদেশ ও ভারতের মধ্যকার তৃতীয় ওয়ানডে ম্যাচ।
প্রথম দুটি ওয়ানডে জেতায় তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতল ভারত।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে ভারত। সুরেশ রায়নার দল ৩৪.২ ওভারে করে ১১৯ রান। এরমধ্যে বারবারই ছিল বৃষ্টির বাধা।
শেষ পর্যন্ত বৃষ্টির পেটেই গেল এই ম্যাচ।
ভারত ইনিংসের নবম ওভারে ২৫ ও ১৩তম ওভারে আড়াই ঘণ্টা খেলা বন্ধ থাকে। শেষ পর্যন্ত ম্যাচের দৈর্ঘ্য কমে হয় ৪০ ওভার। তৃতীয় দফায় বৃষ্টির পর দেড় ঘণ্টা অপেক্ষা করেন দুই আম্পায়ার এনামুল হক ও কুমার ধর্মসেনা। এরপর ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন তারা।
ম্যাচে ২৭ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের স্পিনার সাকিব আল হাসান। পেসার তাসকিন আহমেদ ও আল আমিন নেন দুটি করে উইকেট।
সংক্ষিপ্ত স্কোর-
ভারত: ৩৪.২ ওভারে ১১৯/৯ (উথাপ্পা ৫, রাহানে ৩, পুজারা ২৭, রাইডু ১, তিওয়ারি ২, রায়না ২৫, ঋদ্ধিমান ১৬, বিনি ২৫*, প্যাটেল ১, মোহিত ১, উমেশ ০*; সাকিব ৩/২৭, তাসকিন ২/১৫, আলআমিন ২/২৩, সোহাগ ১/৭, মাশরাফি ১/২৫)।
Discussion about this post