স্বপ্নের মতো এক ফাইনাল। বাংলাদেশ বল হাতে যা করতে চাইল তাই যেন হয়ে গেল। শক্তিশালী ভারতকে উড়িয়ে দিল লাল-সবুজের প্রতিনিধিরা। দুবাইয়ে আজ রোববার ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জিতল বাংলাদেশ দল।
গত বছর ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে এসেছিল ট্রফি। এবার ভারতকে উড়িয়ে দিয়ে টানা দ্বিতীয়বার এশীয় শ্রেষ্ঠত্ব জুনিয়র টাইগারদের। আজিজুল হাকিম তামিমের দল জিতল ৫৯ রানে, অনায়াসে।
দুবাইয়ের মাঠে টসে হেরে প্রথমে ব্যাটিং পায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তারা যদিও বড় পুঁজি পায়নি। ৪৯.১ ওভারে অলআউট হয়ে তুলে ১৯৮ রান। মন্থর উইকেটে এই রান নিয়ে লড়াই একপেশে করে দেয় বাংলাদেশ। ভারত ৩৫.২ ওভারে অলআউট হয়ে করে ১৩৯ রানে।
পুঁজি দুইশর কম হলেও পাল্টা আঘাত দিতে দেরি করেনি বাংলাদেশের বোলাররা। দ্বিতীয় ওভারে আয়ুশ মাত্রেকে বোল্ড করে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন পেস বোলার আল ফাহাদ। পঞ্চম ওভারে ক্রিকেটের আলোচিত ক্রিকেটার বৈভব সূর্যবংশীকে ফিরিয়ে দেন পেসার মারুফ মৃধা। ব্যস তারপর আর পিছু ফিরে তাকাতে হয়নি টাইগারদের।
যদিও ভয় ধরাচ্ছিলেন ভারতের অধিনায়ক আমান। বাংলাদেশ অধিনায়ক আজিজুল হাকিমের অফ স্পিনে বোল্ড তিনি।
সেমি-ফাইনালে চার উইকেট নিয়ে ম্যাচ-সেরা হওয়া ইমন ফাইনালেও সেরা ৩ উইকেট নিয়ে। আসরের সর্বোচ্চ উইকেট শিকারি (৫ ম্যাচে ১৩টি) হয়ে ম্যান অব দা টুর্নামেন্টও তিনি।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ৪৯.১ ওভারে ১৯৮ (জাওয়াদ ২০, কালাম ১, আজিজুল ১৬, শিহাব ৪০, রিজান ৪৭, দেবাশিস ১, ফরিদ ৩৯, সামিউন ৪, আল ফাহাদ ১, মারুফ ১১*, ইমন ১; ইউধাজিত ৯.১.-১-২৯-২, চেতান ১-০-০-৪৮-২, নিখির ৫-১-১৩-০, কিরান ৭-০-১৯-১, হার্দিক ১০-০-৪১-২, কার্তিকেয়া ৭-০-৩৭-১, আয়ুশ ১-০-৯-১)।
ভারত অনূর্ধ্ব-১৯: ৩৫.২ ওভারে ১৩৯/১০ (আয়ুশ ১, বৈভাব ৯, সিদ্ধার্থ ২০, কার্তিকেয়া ২১, আমান ২৬, নিখিল ০, হারভানশ ০, কিরান ১, হার্দিক ২৪, চেতান , ইউধাজিত ; মারুফ ৬-০-২৩-২, ফাহাদ ৮-০-২৩-১, রিয়াজ ৮-২-১৩-০, ইমন ৭-১-২৪-৪, সামিউন ৫-০-১৫-০, আজিজুল ২.২-১-৮-৩)।
ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৫৯ রানে জয়ী।
ম্যাচসেরা: ইকবাল হোসেন ইমন।
টুর্নামেন্ট সেরা: ইকবাল হোসেন ইমন।
Discussion about this post