ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
আগের বছর ঘর আলো করে এসেছিল কন্যা সন্তান। তারপর বছর না যেতেই সাকিব আল হাসানের পরিবারে ফের নতুন অতিথি। তৃতীয় সন্তানের বাবা হয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। দুই কন্যার পর এবার পুত্রসন্তান। গত সোমবার বিকেলে সন্তানের মুখ দেখেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের কাছে দোয়া চাইলেন সাকিব।
নিজের অফিসিয়াল ফেসবুক পেজে সাকিব লিখেছেন, ‘আনন্দের সাথে আপনাদের সবাইকে জানাচ্ছি যে, মহান আল্লাহ পাকের অশেষ রহমতে আমাদের কোলজুড়ে এসেছে ফুটফুটে একটি পুত্র সন্তান। ১৫ মার্চ, সোমবার আলায়না ও এরাম দেখা পেয়েছে তাদের ছোট ভাইয়ের। শিশির ও নবজাতক দুজনই সুস্থ আছে। সকল শুভকামনা ও প্রার্থনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের জন্য সবাই দু’আ করবেন।’
উম্মে আহমেদ শিশিরের সঙ্গে সাকিবের জীবনের ইনিংস শুরু হয় ২০১২ সালের স্মরণীয় ১২.১২.১২ তারিখে। এরপর ২০১৬ সালে সাকিবের প্রথম কন্যা আলায়না হাসান অব্রির জন্ম। এইতো ২০২০ সালের এপ্রিলে যখন করোনায় দিশেহারা বিশ্ব তখনই দ্বিতীয়বারের মতো বাবা হন সাকিব। কন্যার নাম রাখেন এরাম হাসান। দু’জনের জন্ম যুক্তরাষ্ট্রে। এবার তৃতীয় সন্তানও মার্কিন যুক্তরাষ্ট্রেই জন্ম নিয়েছে।
ভাই পেয়ে দারুণ খুশি সাকিবের দুই কন্যা। সাকিব জানিয়ে রাখলেন, ‘আলায়না ও এরাম তাদের ছোট ভাইয়ের দেখা পেয়ে ভীষণ খুশি। শিশির ও নবজাতক দুজনই সুস্থ আছে।’
সন্তান জন্মের পর আনন্দে ভাসছেন শিশির-সাকিব। আবার অভিনন্দনেও সিক্ত হচ্ছেন এই তারকা দম্পতি। সাকিবের মতো দোয়া চাইলেন শিশিরও। দুই কন্যার পর পুত্র সন্তান জন্ম দিয়ে নিজের আনন্দের কথা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জানিয়েছেন লিখেছেন, ‘দুটি সুন্দর রাজকন্যার পর এবার সুদর্শন যুবরাজ। আলহামদুলিল্লাহ, আমরা এরচেয়ে ভাল জীবন কল্পনাও করতে পারি না! আমাদের জুনিয়রের জন্য ভালবাসা ও শুভেচ্ছার জন্য আপনাদের ধন্যবাদ!’
এই দম্পতিকে অভিনন্দন জানিয়ে সাকিবের সতীর্থ পেসার রুবেল হোসেন লেখেন, ‘আলহামদুলিল্লাহ, অভিনন্দন। শিশুরা আল্লাহর পক্ষ থেকে সত্যিকারের উপহার।’
বর্তমানে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রের উইসকনসিনের মেডিসন শহরে আছেন সাকিব। এজন্য মিস করছেন টাইগারদের নিউজিল্যান্ড সফর। পিতৃত্বকালীন ছুটিতে আছেন বাংলাদেশের এই তারকা ক্রিকেটার।
Discussion about this post