নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ শুরুর ম্যাচে স্বচ্ছন্দ জয়ের পর আত্মবিশ্বাসে ভরপুর টাইগাররা। তবে মাঠের বাইরে জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন মনে করিয়ে দিলেন, আন্তর্জাতিক ক্রিকেটে স্থির হয়ে বসে থাকার কোনো সুযোগ নেই। তার ভাষায়, প্রতিদিনই শিখতে হবে, উন্নতি করতে হবে। জয়-পরাজয় সাময়িক বিষয়, আসল কাজ হলো ভবিষ্যতের জন্য মানসিক ও টেকনিক্যালভাবে তৈরি হওয়া।
সালাউদ্দিন জানান, এবার লম্বা সময় ধরে ক্যাম্প করার কারণে ক্রিকেটাররা ফিটনেস, স্কিল ও ব্যাটিং-বোলিং নিয়ে গভীরভাবে কাজ করার সুযোগ পেয়েছে। তার মতে, সাধারণত এমন সুযোগ বাংলাদেশ খুব একটা পায় না। এই প্রস্তুতি দলের পারফরম্যান্সে ইতিবাচক প্রভাব ফেলবে, বিশেষ করে সামনে এশিয়া কাপের মতো বড় আসরে।
প্রথম ম্যাচে জয় আসলেও সেটি নিয়েই পড়ে থাকতে নারাজ কোচিং স্টাফরা। সালাউদ্দিন বলেন, ‘যে দিন চলে গেছে সেটা আর ফিরে আসবে না। জয় হোক বা হার, পরের ম্যাচেই মনোযোগ দিতে হবে।’ খেলোয়াড়দের আবেগ সামলে বাস্তবতা বোঝার শিক্ষাই দিতে চান তিনি।
শুধু বর্তমান দল নয়, ভবিষ্যতের ক্রিকেট নিয়েও চিন্তাশীল সালাউদ্দিন। তাই নাহিদ রানা, খালেদ আহমেদ, ইবাদত হোসেন চৌধুরীর মতো ক্রিকেটারদেরও ক্যাম্পে রেখেছেন তারা। এতে মূল দলে কারও ইনজুরি হলে সহজে বদলি পাওয়া যাবে। একই সঙ্গে তরুণরা শিখতে পারবে সিনিয়রদের কাছ থেকে। সালাউদ্দিন বিশ্বাস করেন, একদিন এই নতুন প্রজন্মই দেশকে এগিয়ে নিয়ে যাবে, এমনকি সিনিয়রদের চেয়েও ভালো হয়ে উঠতে পারে।
তিন ম্যাচের সিরিজে বর্তমানে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। আজ সিলেটে দ্বিতীয় ম্যাচে জয় পেলেই এক ম্যাচ হাতে রেখেই নিশ্চিত হবে সিরিজ।
Discussion about this post