রীতিমতো নাটকীয় ঘটনা! নির্বাচনে পাশের চারদিন পরই পদত্যাগ করলেন ফিফার প্রেসিডেন্ট সেপ ব্লাটার। এর মাধ্যমে শেষ হল ফিফায় এই সুইসরে ১৭ বছরের অধ্যায়! মঙ্গল পদত্যাগ করলেন ৭৯ বছর বয়সী ব্লাটার। একই সঙ্গে নতুন সভাপতি নির্বাচনের জন্য বিশেষ ফিফা কংগ্রেস ডেকেছেন তিনি।
আসলে দুর্নীতি ইস্যু আলোচনায় আসায় সরে দাড়িয়েছেন তিনি। ফিফা নির্বাচনের ৪৮ ঘন্টা আগে দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থার ৭ শীর্ষ কর্মকর্তাকে গ্রেপ্তার করে সুইস পুলিশ। বলা হচ্ছে এমন কান্ডে জড়িত ব্লাটার নিজে। একাধিকবার দুর্নীতির সঙ্গে তার জড়িত থাকার কথা শোনা গেছে।
এ অবস্থায় পদত্যাগ করতে গিয়ে ব্লাটার বললেন, “ফিফা এবং এর স্বার্থগুলোর সঙ্গে আমি খুব ভালোভাবে জড়িত। এগুলো আমার খুব কাছের। এ জন্যই এ সিদ্ধান্ত নিয়েছি আমি।”
১৯৯৮ সাল থেকে ফিফার সভাপতি পদে আছেন ব্লাটার।
বিশেষ কংগ্রেস বসতে পারে আগামী ডিসেম্বর থেকে আগামী বছরের মার্চের মধ্যে। এ সময়ই নতুন সভাপতি ঠিক হতে পারে।
Discussion about this post