শনিবার বৃষ্টিতে দুই ঘণ্টারও বেশি সময় পর খেলা মাঠে গড়ায়। টস হেরে আগে ব্যাট করা পাকিস্তান ৫ ওভারে ৪৮ রান করার পর ফের বৃষ্টি। এ কারণে তাদের ইনিংসের সমাপ্তি ঘোষণা করা হয়। তার পর বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ৫ ওভারে ৬৫ রান। সেই লড়াইয়ে বাজিমাত।
শেষ বলের ওই বাউন্ডারির আগে শেষ ওভারের নায়ক ইয়াসির আলি চৌধুরি। প্রথম চার বলে ২ ছক্কাসহ ১৬ রান করেন। রকিবুল ফিনিশিংটা করেন।
এর আগে বাংলাদেশ নারী ক্রিকেটেও ব্রোঞ্জ জেতে এবারের এশিয়াড থেকে।
সংক্ষিপ্ত স্কোর-
পাকিস্তান: ৫ ওভারে ৪৮/১ (বেইগ ৩২, খুশদিল ১৪, ইউসুফ ১; রিপন ২-০-২০-০, রকিবুল ২-০-১২-১, আফিফ ১-০-১৫-০)
বাংলাদেশ: ৫ ওভারে ৬৫/৪ (জাকির ০, আফিফ ২০, সাইফ ০, ইয়াসির ৩৪, জাকের ০, রকিবুল ৪; আরশাদ ২-০-১৪-৩, আরাফাত ১-০-১৫-০, সুফিয়ান ২-০-১২-০)
ফল: বাংলাদেশ ডাকওয়ার্থ লুইস স্টার্ন পদ্ধতিতে ৬ উইকেটে জয়ী
Discussion about this post