ক্রিকবিডি২৪,কম রিপোর্ট
তারকা এক ক্রিকেটার তিনি। ব্যাট-বল দুটোতেই দারুণ দাপট। বিশেষ করে ২০ ওভারের ক্রিকেটে ডোয়াইন ব্রাভোর দারুণ কদর। ওয়েস্ট ইন্ডিজের এই ক্রিকেটার এবার বেছে নিয়েছেন তার প্রিয় ফ্রাঞ্চাইজি একাদশ। যেখানে জায়গা পেলেন সাকিব আল হাসান।
টি-টুয়েন্টি ক্যারিয়ারে ব্রাভো খেলেন মোট ২০টি ফ্র্যাঞ্চাইজি দলে। আইপিএল, বিগ ব্যাশ, পাকিস্তান সুপার লিগ, ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্ট ও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের একাধিক দলের খেলেছেন এ অলরাউন্ডার।
বিপিএলে ঢাকা ডায়নামাইটসে খেলার অভিজ্ঞতা থেকে সাকিবকে একাদশে রেখেছেন ব্রাভো। ওয়েস্ট ইন্ডিজের এ তারকা সেরা একাদশ বেছে নিতে মনে রেখেছেন ঢাকা ডায়নামাইটসকে। ২০১৬-১৭ মৌসুমে বিপিএলে এ দলটির হয়ে খেলেছিলেন তিনি। যে দলে ছিলেন সাকিব।
রাভো তার সেরা একাদশে ওপেনার হিসেবে রাখলেন মুম্বাই ইন্ডিয়ান্সের শচীন টেন্ডুলকার ও মেলবোর্ন রেনেগেডসের অ্যারন ফিঞ্চ। চেন্নাই সুপার কিংসের সুরেশ রায়না ও ঢাকা ডায়নামাইটসের সাকিব আল হাসান আছেন তিন ও চারে। চেন্নাই এর মহেন্দ্র সিং ধোনি উইকেটরক্ষক-ব্যাটসম্যান।
মুম্বাইয়ের কিরন পোলার্ড, ঢাকার আন্দ্রে রাসেল আছেন লোয়ার মিডল অর্ডারে। ত্রিনিবাগো নাইট রাইডার্সের স্পিনার সুনীল নারিন আছেন ব্রাভোর দলে। ত্রিনিদাদ অ্যান্ড টোবেগোর পেসার রবি রামপলকে ব্রাভোর পছন্দ। রেনেগেডসের পেসার কেন রিচার্ডসন ও ত্রিনিদাদ লেগ স্পিনার স্যামুয়েল বদ্রি খেলবেন মূল স্পিনার হিসেবে। আরেক বিগ ব্যাশ দল মেলবোর্ন স্টার দলের গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস ও ত্রিনবাগো নাইট রাইডার্সের ড্যারেন ব্রাভো আছেন তার একাদশের রিজার্ভ বেঞ্চে।
ব্রাভোর পছন্দের ফ্র্যাঞ্চাইজি একাদশ-
শচীন টেন্ডুলকার, অ্যারন ফিঞ্চ, সুরেশ রায়না, সাকিব আল হাসান, মহেন্দ্র সিং ধোনি, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, রবি রামপল, কেন রিচার্ডসন, স্যামুয়েল বদ্রি।
রিজার্ভ বেঞ্চ : গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, ড্যারেন ব্রাভো।
Discussion about this post