আগামী মাসে নিজেদের দেশে শুরু হতে যাওয়া বিশ্বকাপ ফুটবলের জন্য ২৩ সদস্যের চুড়ান্ত দল ঘোষণা করেছে ব্রাজিল। বুধবার কোচ লুইজ ফেলিপ স্কলারির ঘোষিত দলে অবশ্য তেমন বড় কোন চমক নেই।
দলে নেই তিন অভিজ্ঞ ফুটবলার রোনালদিনহো, রবিনহো আর কাকা। স্কলারির দলের নেতৃত্বে থাকবেন তারকা স্ট্রাইকার নেইমার।
১২ জুন বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী ম্যাচে ক্রোয়েশিয়ার সঙ্গে লড়বে ব্রাজিল। ‘এ’ গ্রুপে তারা আরো খেলবে মেক্সিকো ও ক্যামেরুনের বিপক্ষে।
২৬ মে থেকে শুরু হবে ব্রাজিল দলের বিশ্বকাপ ক্যাম্প।
বিশ্বকাপ দল-
গোলরক্ষক: জুলিও সিজার (টরোন্টো), জেফারসন (বোটাফোগো), ভিক্টর (অ্যাটলেটিকো মিনেইরো)।
ডিফেন্ডার: দান্তে (বায়ার্ন মিউনিখ), ডেভিড লুইজ (চেলসি), হেনরিকে (নেপোলি), থিয়াগো সিলভা (পিএসজি), দানি আলভেস (বার্সেলোনা), মাইকন (রোমা), মার্সেলো (রিয়াল মাদ্রিদ), ম্যাক্সওয়েল (পিএসজি)।
মিডফিল্ডার: ফার্নানদিনহো (ম্যানচেস্টার সিটি), হারনানেস (ইন্টার মিলান), লুইস গুস্তাভো (উলফসবার্গ) , অস্কার (চেলসি), পাউলিনহো (টটেনহাম), রামিরেস (চেলসি), উইলিয়ান (চেলসি)
ফরোয়ার্ড: বার্নার্ড (শাখতার দোনেৎস্ক), নেইমার (বার্সেলোনা), ফ্রেড (ফ্লুমিনেজ), জো (আতলেতিকো মিনেইরো) এবং হাল্ক (জেনিত সেন্ট পিটার্সবার্গ)।
Discussion about this post