ক্রিকবিডি২৪.কম ডেস্ক
স্বপ্নের ফাইনাল থেকে মাত্র দুই কদম দুরে দাঁড়িয়ে ৮ দল। আজ শুক্রবার শুরু কোয়ার্টার ফাইনালের লড়াই। এখানে চার ম্যাচে ৪ দল বিদায় নেবে। বাকী চারদল পেয়ে যাবে সেমিফাইনালের টিকিট। তারপরই ফাইনালে উঠার লড়াই।
নকআউট রাউন্ডের রুদ্ধশ্বাস ছড়ানো এই লড়াইয়ে আজ শুক্রবার মাঠে নামছে ব্রাজিল। ষষ্ট শিরোপা জয়ের মিশনে রাশিয়া পৌঁছে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছে সাম্বা নৃত্যের দেশটি। খেলাতেও ফিরে এসেছে পুরনো ছন্দ। এরইমধ্যে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে দাপট নিয়ে জিতেছে তারা। অনেক সমালোচনা সরিয়ে দিয়ে নেইমার ফিরেছেন স্বরুপে। এবার সেমিতে উঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ বেলজিয়াম। যারা এরইমধ্যে দুর্দান্ত ফুটবলের পসরা সাজিয়ে মন জয় করে নিয়েছে। দলে আছে একঝাঁক অসাধারন ফুটবলার। বেশ ভাল করেই লাতিন দেশকে চ্যালেঞ্জ জানাচ্ছে এডেন হ্যাজার্ড, রোমালু লুকাকুর দল।
দুই দল এর আগে চারবার মুখোমুখি হয়েছে। যারমধ্যে ব্রাজিল জিতেছে তিনটি ম্যাচ। বেলজিয়ামের একমাত্র জয় সেই ১৯৬৩ সালে।
সবমিলিয়ে ব্রাজিল-বেলজিয়াম ম্যাচে রোমাঞ্চের আভাস। তবে অতীত অভিজ্ঞতার বিচার নিশ্চিত করেই ব্রাজিলকে এগিয়ে রাখতে হবে। বিশ্বকাপ আসর মানেই সবসময়ের ফেভারিট তারা। এবারো তার ব্যাতিক্রম হচ্ছে না। শিরোপা নিয়েই দেশে ফিরতে চান নেইমাররা। বেলজিয়াম গড়ে চায় ইতিহাস।
শুক্রবার শেষ আটের আরেক ম্যাচে ফ্রান্সের প্রতিপক্ষ উরুগুয়ে। কিলিয়ান এমবাপের সঙ্গে লুইস সুয়ারেজের লড়াই। ফরাসিদের মূল ভরসা এমবাপে। যিনি আর্জেন্টিনার বিপক্ষে করেছেন দুই গোল। ২০ বছর বয়সের আগেই যিনি পেলের পর প্রথম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে এক ম্যাচে করেন দুই গোল। এখানেও মঞ্চ প্রস্তুত। বাংলাদেশ সময় রাত আটটায় শুরু হবে এ ম্যাচ।
শেষ আটের এই দুটি ম্যাচ সরাসরি দেখা যাবে টেলিভিশনের পর্দায়। দেখে নেই কোন চ্যানেল দেখাচ্ছে খেলা দুটি।
কোয়ার্টার ফাইনাল
ফ্রান্স-উরুগুয়ে
সরাসরি, রাত ৮টা
বিটিভি, মাছরাঙা, নাগরিক টিভি
সনি ইএসপিএন, সনি টেন টু ও সনি টেন থ্রি
ব্রাজিল-বেলজিয়াম
সরাসরি, রাত ১২টা
বিটিভি, মাছরাঙা, নাগরিক টিভি
সনি ইএসপিএন, সনি টেন টু ও সনি টেন থ্রি
Discussion about this post