রীতিমতো অবিশ্বাস্য! জার্মানি ৭ : ব্রাজিল ১! না, ভুল পড়েন নি। মঙ্গলবার বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালে এভাবেই নিষ্টুর জার্মানির কাছে বিধ্বস্ত হল ব্রাজিল।
ম্যাচের ২৯ মিনিটের মধ্যেই জার্মানি ৫, ব্রাজিল ০। কান্না শুরু বেলে হোরিজোন্তের গ্যালারিতে। সেই কান্না নিয়েই শেষ স্বাগতিক ব্রাজিলের বিশ্বকাপ মিশন। ফাইনালে উঠে গেল জার্মানি। সেমিফাইনালেই মিশন শেষ ব্রাজিলের।
সেরা তারকা নেইমারকে ছাড়াই ম্যাচটা খেলতে নামে ব্রাজিল।
ম্যাচে প্রথম গোলটি করেন টমাস মুলার। এটি এই বিশ্বকাপে তার পঞ্চম গোল। গত বিশ্বকাপেও পাঁচটি গোল করেছিলেন তিনি।
এরপর শুধুই গোল উৎসবে মেতে উঠার গল্প। মিরোস্লাভ ক্লোসা পেলেন তার রেকর্ড ১৬তম গোল। পেছনে ফেললেন ব্রাজিলের রোনালদো। এরপর টনি ক্রুস করলেন দুই গোল, সামি খেদিরা।
৬৯ গোল করেন বদলী আন্দ্রে শুরেল। ৭৯ মিনিটে আবারো শুরেল। ব্রাজিলের হয়ে স্বান্তনার গোলটি করেন অস্কার।
৭-১ গোলে জার্মানির এই জয় বিশ্বকাপের সেমিফাইনালের ইতিহাসে সবচেয়ে বড়।
ব্রাজিলের ফুটবল ইতিহাসে এই হার নিয়ে বছরের পর বছর ধরে ময়না তদন্ত চলবে। ১৯৫০ সালে মারাকানায় বিশ্বকাপ ফাইনালে উরুগুয়ের কাছে হারকে বলা হচ্ছিল তাদের সবচেয়ে বড় ট্র্যাজেডি। এবার সেই দুঃখটাও পেছনে চলে গিয়ে জন্ম হল নতুন এক ট্র্যাজেডির।
Discussion about this post