ঈদের ছুটি কাটিয়ে ১০ জুলাই থেকে শুরু হয় জাতীয় দলের ক্রিকেটারদের কন্ডিশনিং ক্যাম্প। শুরুতেই ছিল ফিটনেস পরীক্ষা। মিরপুরের হোম অব ক্রিকেটে রোববার প্রথমবারের মতো মাশরাফি-মুশফিকরা ব্যাট-বল নিয়ে অনুশীলন করলেন। অবশ্য আগের মতো এবারো নিজ উদ্যোগেই চলছে ক্রিকেটারদের প্র্যাকটিস।
মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একাডেমির মাঠে টেস্ট অধিনায়ক মুশফিকুর রহীম ব্যাট হাতে বেশ কিছুক্ষণ অনুশীলন করলেন। নেট বোলারদের বিপক্ষে ব্যাট চালিয়ে নিজেকে ঝালিয়ে নিলেন তিনি। কিছুক্ষণ পরই ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ব্যাটিং করলেন। তাদের বল করতে দেখা গেল সাকলাইন সজীব ও সানজামুল ইসলামকে। অফস্পিনার তাইজুল ইসলামকেও ব্যাট হাতে দেখা গেল।
তারও আগে রোববার সকালে ক্যাম্পের ক্রিকেটাররা জিমে ফিটনেস ট্রেনিং করেন। যদিও এ মাসের শেষের দিকে প্রধান কোচ চণ্ডিকা হাথুরুসিংহে দেশে ফিরলে মূল অনুশীলন শুরু হবে।
অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফরকে সামনে রেখে চলছে এই প্রস্তুতি পর্ব। আগষ্টের মাঝামাঝিতে ২ টেস্টের সিরিজ খেলতে ঢাকা আসার কথা অজিদের।
Discussion about this post