ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
করোনা আর বৃষ্টি শঙ্কা উড়িয়ে চলছে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ। এরইমধ্যে শেষ প্রথম পর্বের খেলা। এবার সুপার লিগ আর লেগিশেন পর্ব। তার আগে প্রথম পর্বের ১১ রাউন্ডে শেষ হয়েছে ৬৬টি ম্যাচ। যেখানে ব্যাট হাতে দাপট ছিল একাধিক ব্যাটসম্যানের।
প্রথম পর্বে ৬৬ ম্যাচে অবশ্য শতরান এসেছে মাত্র একটি। রান সংগ্রহের দৌড়ে এগিয়ে মুনিম শাহরিয়ার, তাসামুল হকরা। টি-টুয়েন্টি ফরম্যাটের এই লিগে প্রথম পর্ব সর্বোচ্চ ১৬টি করে ছয় হাঁকিয়েছেন ওল্ড ডিওএইচএসের ব্যাটসম্যান মাহমুদুল হাসান জয় ও শেখ জামালের অধিনায়ক নুরুল হাসান সোহান।
নাম | ইনিংস | রান | সর্বোচ্চ | ১০০/৫০ | |
১ | মিজানুর রহমান | ১০ | ৪১৮ | ১০০* | ১/৩ |
২ | মাহমুদুল হাসান জয় | ১০ | ৩৬৭ | ৮৫* | ০/২ |
৩ | নাঈম শেখ | ১১ | ৩০৭ | ৭০ | ০/১ |
৪ | তামিম ইকবাল | ১১ | ৩০৬ | ৫৫ | ০/১ |
৫ | তানজিদ হাসান তামিম | ১১ | ২৯৫ | ৭৯* | ০/১ |
৬ | রনি তালুকদার | ১১ | ২৭৬ | ৫৪ | ০/২ |
৭ | আনিসুল ইসলাম ইমন | ১১ | ২৭৩ | ৬৪ | ০/১ |
৮ | মোহাম্মদ মিঠুন | ১১ | ২৬৯ | ৫৭* | ০/২ |
৯ | মুনিম শাহরিয়ার | ৮ | ২৬৫ | ৯২* | ০/২ |
১০ | সাইফ হাসান | ৯ | ২৪৬ | ৫৮ | ০/২ |
Discussion about this post