চট্টগ্রাম টেস্টে ব্যাট হাতেই শুধু দেখা গেছে। বল হাতে নিতে পারেন নি তিনি। চোটের কারণে সতর্ক ছিলেন। তাইতো ধারণা করা হচ্ছিল ভারতের বিপক্ষে ঢাকা টেস্টে হয়তো দেখা যাবে না সাকিব আল হাসানকে। কাঁধে চোট থাকায় তাকে শুধুমাত্র ব্যাটসম্যান হিসেবে ঢাকায় খেলানোর পরিকল্পনা ছিল টিম ম্যানেজম্যান্টের। কিন্তু টেস্টের আগের দিন বুধবার জানা গেল- বোলিংয়েও পাওয়া যাবে অধিনায়ককে।
অলরাউন্ডার সাকিবকে দেখা যাবে মিরপুরে, সিরিজে ফেরার লড়াইয়ে। চট্টগ্রামে হেরে দল চাপে। এখানে ফেরার লড়াই টাইগারদের। বুধবার বোলিং কোচ অ্যালান ডোনাল্ড ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে দিলেন সুখবর।
বোলিং কোচ ডোনাল্ড বলেছেন, ‘সাকিব ভালো আছে, সে বোলিং করবে। এখানে ওয়ানডে চলাকালে হালকা চোট পেয়েছিল। সেখান থেকে সেরে উঠেছে। সে নির্বাচনের জন্যউন্মুক্ত এবং বোলিংও করতে পারবে। সে খেলার অবস্থায় আছে।’
চট্টগ্রামে প্রথম টেস্টে বোলিংয়ে হতাশ করে বাংলাদেশ। সাকিওে মাত্র ১২ ওভার বোলিং করতে পেরেছিলেন। প্রথম ইনিংসে শ্রেয়ার আইয়ারের উইকেট পাওয়ার পর পেসার ইবাদত হোসেনও ছিটকে যান। ঢাকা টেস্টে নেই তিনি। তার জায়গায় ফিরছেন তাসকিন আহমেদ।
ঢাকার উইকেটে কেমন দল হওয়া উচিত? ডোনাল্ড বলেছেন, ‘এখানে কোনও নির্বাচক আছে? আমি সেটা বলতে পারছি না। তবে ধারণা করে বলতে পারি তিনজন স্পিনার যারা খেলেছিল এবং তাসকিন ফিরে এসেছে, সঙ্গে খালেদ তো আছে। নির্বাচন নিয়ে কাজটা নির্বাচকদের। তবে আমি দেখতে পাচ্ছি এমন কিছুই হতে যাচ্ছে। সুখবর হচ্ছে-সাকিব খেলার জন্য পুরোপুরি তৈরি এবং উইকেটে দেখে মনে হচ্ছে সে খেলার জন্য মুখিয়ে আছে।’
ইনজুরি থেকে ফিট হয়ে চট্টগ্রাম টেস্টে দলে ছিলেন তাসকিন। কিন্তু ওয়ার্কলোড নিতে পারবেন কি না সেই ভাবনায় তাকে একাদশে রাখেনি দল। ঢাকা টেস্টে তিনি খেলবেন। ডোনাল্ড বলেছেন, ‘তাসকিন খেলার জন্য পুরোপুরি প্রস্তুত। শেষ টেস্টটাও সে খেলতে চেয়েছিল। কিন্তু তার খেলার ছন্দে ফাঁক থাকায় তাকে আমরা মাঠে নামাইনি। তাকে খেলালে ঝুঁকি হয়ে যেতো। এখন সে খেলার জন্য প্রস্তুত আছে।’
ঢাকা টেস্ট শুরু হবে বৃহস্পতিবার। খেলা শুরু সকাল সাড়ে নয়টায়!
Discussion about this post