ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
সাকিব আল হাসানের পর প্রিয় ব্যাট নিলামে তোলার ঘোষণা দিয়েছিলেন মুশফিকুর রহিম। এখান থেকে পাওয়া অর্থ এ ক্রিকেটার ব্যয় করার চিন্তা করেছিলেন। কিন্তু ‘ভুয়া আইডি’ থেকে দর হাঁকিয়ে তার প্রথম ডাবল সেঞ্চুরি করা ব্যাটটির মূল্য ৪১ লাখ টাকা ছাড়িয়ে যায়। শেষ অব্দি সরে আছেন নিলাম থেকে। এ অবস্থা দেখে মোহাম্মদ আশরাফুলও তার ব্যাট নিলামে তোলা থেকে সরে দাঁড়ালেন।
আশরাফুল ২০০৫ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে কার্ডিফে ম্যাচ জেতানো সেঞ্চুরি করা ব্যাটটি নিলামে তুলতে চেয়েছিলেন। সেখান থেকে অর্জিত অর্থ আর্ত মানুষের জন্য ব্যয় করার পরিকল্পনা করেছিলেন সাবেক এ অধিনায়ক। তার অংশ হিসেবেই ‘অকশন ফর অ্যাকশন’-এর ফেসবুক পেজে প্রথমে শুক্রবার ব্যাটটি নিলামে তুলতে চেয়েছিলেন। কিন্তু মুশফিকুর রহিমের ব্যাটের নিলাম তাকে ভাবনায় ফেলে দিয়েছে। মুশির ব্যাটের নিলামে ‘ভুয়া আইডি’ থেকে ভুয়া দর উঠায় আস্থা হারান অ্যাশ। এই তারকা ক্রিকেটার জানাচ্ছিলেন, ‘দেখুন, ভালো একটি মহতী লক্ষ্য নিয়ে নিলামে ব্যাট তুলতে চেয়েছিলাম। কিন্তু মুশফিকের নিলাম নিয়ে যা হলো- এরপর আগ্রহ হারিয়ে ফেলেছি। পুরো বিষয়টা স্বচ্ছ মনে হচ্ছে না।’
মুশফিকুর রহিমের মতো ব্যাটের নিলামে হাস্যকর কিছু হোক চান না আশরাফুল। এ ব্যাপারে তিনি বলেন, ‘আমাদের দেশে যেটা হচ্ছে, সেটা সত্যিই হতাশাজনক। এভাবে আমি আমার প্রিয় জিনিসটা হারাতে চাই না। সাধ্য অনুযায়ী যতুটুকু পারি ব্যক্তিগতভাবে সহায়তা করে যাব।’
করোনাভাইরাস মোকাবিলায় সবার আগে ২০১৯ বিশ্বকাপে খেলা নিজের প্রিয় ব্যাট নিলামে তুলেছিলেন সাকিব। সেখান থেকে এ বাঁহাতি আয় করেছিলেন ২০ লাখ টাকা। যা দুস্থ মানুষের সহায়তায় দান করেন এ বাঁহাতি। আশরাফুল ঠিক সেটাই চেয়েছিলেন। কিন্তু ‘ভুয়া আইডি’ থেকে অবিশ্বাস্য দর হাঁকানোয় কথা ভেবে ব্যাটের নিলাম থেকে সরে দাঁড়ান অ্যাশ।
Discussion about this post