বয়স ৪৩ পেরিয়েছেন। এ মুহুর্তে আন্তর্জাতিক ক্রিকেটে খেলাদের মধ্যে সবচেয়ে বেশি বয়সী তিনিই। যদিও তার ব্যাট বয়সকে হার মানিয়ে কথা বলছে নিয়মিত। কিন্তু ক্যারিয়ারটাকে আর টেনে নিতে চাইছেন না মিসবাহ-উল-হক। আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দিলেন পাকিস্তানের টেস্ট অধিনায়ক। বৃহস্পতিবার জানিয়ে দিলেন, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে শেষবারের মতো দেশের হয়ে তিনি খেলতে নামবেন।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে মিসবাহ স্পষ্ট জানিয়ে রাখলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট খেলেই আমি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাব।’ এর আগে ২০১৫ সালের বিশ্বকাপের পর ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেন এই ব্যাটসম্যান।
যদিও জানিয়ে রাখলেন কোন চাপে পড়ে এই সিদ্ধান্ত নেননি তিনি। বিদায় বলার এটাই উপযুক্ত সময় মনে হয়েছে তার। বলেন, ‘’সন্তুষ্টি নিয়েই বিদায় নিচ্ছি আমি। কোনো চাপের মুখে থেকে গুডবাই বলছি না।’ তবে এটাও সত্য গত জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে তার দল ৩-০-তে হোয়াইটওয়াশ হওয়ার পরই তার দেশের বেশ কয়েকজন সাবেক ক্রিকেটাররা তাঁকে অবসর বলেন।
মিসবাহর অধিনায়কত্বে ৫৩ টেস্ট খেলে পাকিস্তান জিতে মোট ২৪টিতে। ১১টি ড্র আর ১৮টিতে হার। গত বছর তিনি যখন ক্যাপ্টেন তখন কিছুদিনের জন্য আইসিসির টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে পাকিস্তান।
তাইতো বিদায় বেলায় তৃপ্তি থাকছে। মিসবাহ জানালেন, ‘দেখুন, ক্যারিয়ারে অনেক কঠিন সময় পার করেছি আমি। বিদায় বেলায় এসব ভাবতে চাই না। অবশ্য ভারতের বিপক্ষে খেলতে না পাারার একটা আক্ষেপ ঠিকই থাকছে।’
২১ এপ্রিল বার্বাডোজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবে পাকিস্তান। তারপর ৩০ এপ্রিল বার্বাডোজে দ্বিতীয় টেস্ট। ডমিনিকায় ১০ মে শুরু হওয়া টেস্ট ম্যাচটি খেলেই মিসবাহ বলবেন গুডবাই।
Discussion about this post