ব্যাটে-বলে সেই চেনা পারফরম্যান্স। তার অলরাউন্ড নৈপুন্যের পথ ধরেই জয় পেলো সানরাইজার্স হায়দরাবাদ। উত্তেজনা ছড়ানো ম্যাচে এবার সাকিব আল হাসানের দল হারাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। বেঙ্গালুরুকে ৫ রানে হারিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) পয়েন্ট তালিকার শীর্ষ মজবুত করেছে হায়দরাবাদ।
সোমবার রাতে রাজিব গান্ধী ইন্টারন্যাশনাল হায়দরাবাদ মাত্র ১৪৭ রানের লক্ষ্য দিয়েছিল। কিন্তু তারপর ৬ উইকেটে ১৪১ রানে আটকে যায় বেঙ্গালুরু। ব্যাট হাতে ৩৫ রানের পর বোলিংয়ে ৩৬ রানে ২ উইকেট তুলেন সাকিব।
এদিন দলের চাপের মুখে ব্যাট করতে নামেন সাকিব। সঙ্গে ছিলেন অধিনায়ক কেন উইলিয়ামসন। তিনি ৩৯ বলে দুই চার আর ৫ চারে ৫৬ রানে ফিরে যান। এরপর চলতি আসরে নিজের সর্বোচ্চ রানের ইনিংস খেলা সাকিব ৩২ বলে ৫টি চারে তুলেন ৩৫ রান। তার বিদায়ের পর তাসের ঘরের মতো ভাঙ্গে তাদের লাইন আপ। মাত্র ১২ রানে শেষ ৫ উইকেট হারায় দলটি।
এরপর বল হাতে সাকিব ৪ ওভারে ৩৬ রানে নেন ২ উইকেট। তবে দুর্দান্ত ফিফটি আর কার্যকরী অধিনায়কত্বের জন্য ম্যাচ সেরার পুরস্কার পান কেন উইলিয়ামসন।
এ অবস্থায় আইপিএলে ১০ ম্যাচে তাদের পয়েন্ট ১৬। সমান ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে চেন্নাই সুপার কিংস। বেঙ্গালুরু ৬ পয়েন্ট নিয়ে আছে ষষ্ঠ স্থানে।
Discussion about this post