দুই বছর প্রতীক্ষার আবারো টেস্ট দলে জায়গা পেলেন নাসির হোসেন। এখন সেরা একাদশে জায়গা পেতে মরিয়া এই অলরাউন্ডার। রোববার অনুশীলনে বেশ উজ্জীবিত দেখা গেল তাকে। বেশ ফুরফুরে মেজাজে হোম অব ক্রিকেটে অনুশীলন করলেন তিনি। এদিন অবশ্য বোলিং প্রাকটিসটা করছেন নাসির।
পাশাপাশি সতীর্থদের সঙ্গে হাসি-আড্ডায় সময় কাটিয়েছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে ১ম টেস্টের জন্য ঘোষিত দলে আছেন নাসির। পরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি নানা কথা বলেন। জানা অভিজ্ঞতার কথা। নিজের লক্ষ্যের কথা জানাতে গিয়ে বলেন, ‘আমি ছয়-সাতে খেলতে নামি। তখন ব্যাটসম্যান থাকে দুই একজন। কাজেই আমি সেভাবেই খেলি। আর ব্যাটসম্যানরা আউট হয়ে গেলে, আমি চেষ্টা করি দ্রুত রান করার।’
ব্যাটিং ছাড়াও নাসির বোলিংও করেন। রোববার অনুশীলনে বোলিং অনুশীলন করেছেন দীর্ঘক্ষণ। জানালেন, ‘বোলিংটা বেশ উপভোগ করি। সুযোগ পেলে অবশ্যই ভালো বোলিং করব। দল যদি আমার কাছ থেকে যেটা চাইবে আমি সেটাই দিতে চেষ্টা করব। ব্যাটিংয়ের পাশাপাশি আমি সব সময় বোলিংও অনুশীলন করেছি। এখনো করছি। মাঠে আমি এ বিষয়ে বেশি জোর দেই। আমার নিজস্ব একটা পরিকল্পনাও থাকে ম্যাচে। ব্যাটে-বলে ভাল করতে চাই আমি।’
দুই বছর পর টেস্ট দলে সুযোগ পেয়ে কেমন লাগছে? প্রশ্নের উত্তরে নাসির বলেন, ‘অবশ্যই ভালো লাগছে। আর টেস্ট খেলা যে কোন খেলোয়াড়ের জন্য বড় ব্যাপার। চূড়ান্ত স্কোয়াডে জায়গায় হলে আমি আমার দায়িত্ব পালন করব।’
২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটি ইনিংস খেলেছিলেন। ১৩ রানে অপরাজিত ছিলেন সে ম্যাচে। ১৭টি টেস্ট ক্যারিয়ারে একটি সেঞ্চুরি ও ৬টি হাফ সেঞ্চুরি রয়েছে তার।
Discussion about this post