ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
কিছুতেই নিজের ব্যাটিং দুর্দশা থেকে বের হতে পারছে না বাংলাদেশ। শনিবারও দলটির ব্যাটিংয়ে দেখা গেল আগের চিত্র। এ সুযোগে পাকিস্তানি পেস-স্পিনাররা ছড়ি ঘোরাল মাহমুদউল্লাহদের ওপর। তাইতো টাইগার পেয়ে যায় মামুলি সংগ্রহ। তার ওপর ভর করেও শুরুতে মোস্তাফিজুর রহমানের নৈপুণ্যে সাফল্য পায় দলটি। পরে অবশ্য এ ধারাবাহিকতা তারা ধরতে পারেনি ফখর জামান ও মোহাম্মদ রিজওয়ানের কারণে। তাই বড় হারে এক ম্যাচ আগেই সিরিজ হাতছাড়া করল টাইগাররা।
শনিবার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ হেরেছে ৮ উইকেটে। এদিন টস জিতে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১০৮ রান। পরে বল হাতে শুরুটা ভাল করলেও এক পর্যায়ে খেঁই হারিয়ে বসে টিম টাইগার্স। এ সুযোগে ফখর জামান ও মোহাম্মদ রিজওয়ান দুর্দান্ত খেলেন। তাদের নৈপুণ্যে ১১ বল আর ৮ উইকেট হাতে রেখে দলটি এক ম্যাচ আগেই সিরিজ জিতে নিয়েছে পাকিস্তান।
বাংলাদেশের হয়ে শনিবার ১টি করে উইকেট নেন মোস্তাফিজুর রহমান ও আমিনুল ইসলাম বিপ্লব। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৬২ রান করেন ফখর জামান। এদিকে মোহাম্মদ রিজওয়ান করেন ৩৯ রান।
অল্প পুঁজি নিয়েও শনিবার শুরুতে বল হাতে দারুণ করে বাংলাদেশ। ইনিংসের তৃতীয় ওভারের তৃতীয় বলে বাবর আজমকে বোল্ড করেন এ পেসার। পরে অবশ্য টাইগারদের ওপর চেপে বসেন ফখর জামান ও মোহাম্মদ রিজওয়ান। তারা দ্বিতীয় উইকেট জুটিতে শুরুতে খেলেন ধীরে। এরপর সময় যত গড়িয়েছে তাদের ব্যাটও হয়েছে চড়াও। শেষ পর্যন্ত বিপজ্জনক এ জুটি ইনিংসের একবারে শেষ দিকে ভাঙেন আমিনুল ইসলাম বিপ্লব। ততক্ষণে ম্যাচ নিজেদের দখলে নিয়ে নেয় পাকিস্তান। শেষ পর্যন্ত ফখর জামান অপরাজিত ছিলেন ৫১ বলে ২ চার ও ৩ ছয়ে ৫৭ রানে। তার সঙ্গে ৮ বলে ১ চারে ৬ রান নিয়ে অপরাজিত ছিলেন হায়দার আলী। এরআগে ৪৫ বলে ৪ চারে ৩৯ রানের দারুণ এক ইনিংস খেলেন রিজওয়ান।
বোলিংয়ের শুরুটা শনিবার ভাল হলেও টাইগারদের ব্যাটিংয়ের চিত্র ছিল পুরোপুরি বিপরীদ। শুরুতেই ফিরে যান দুই ওপেনার। তবে তৃতীয় উইকেটে দারুণ খেলার আভাস দেন আফিফ ও নাজমুল হোসেন। শেষ পর্যন্ত অবশ্য অলস শটে ফেরেন আফিফ। অধিনায়ক মাহমুদউল্লাহও বিলিয়ে দেন নিজের উইকেট। তবে নাজমুল ছিলেন দারুণ। বেশ সাবলিন খেলছিলেন এ ব্যাটার। তারপরও দলের রান খুব একটা বাড়েনি। তিনি করেন মাত্র ৪০ রান। তাই স্বাগতিকরা কোন রকমে পার করে একশ রানের গন্ডি। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে তারা করে ৭ উইকেটে ১০৮ রান। শেষ পর্যন্ত এ পুঁজি জয়ের জন্য যথেষ্ট হয়নি। তাই এক ম্যাচ আগেই টাইগারদের হারাতে সিরিজও।
Discussion about this post