শ্রীলঙ্কার বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ ক্রিকেট দল। তবে সেই বিপর্যয় থেকে দলকে টেনে তুলতে চেস্টা করেছেন সাকিব আল হাসান এবং মুশফিকুর রহীম। কিন্তু লাভ হয়নি। সিরিজের প্রথম টেস্টে ১ম ইনিংসে বাংলাদেশ অলআউট হয়ে তুলেছে ২৩২ রান। সাকিব আল হাসান ফিরে গেছেন ৫৫ রান করে। মুশফিকুর রহীম আউট ৬১ রানে।
২৭ রান নিয়ে ব্যাট করছেন। অভিষেক টেস্ট খেলতে নামা সামসুর রহমান শুভ করেছেন ৩৩। এরপর ব্যাট করতে নেমে প্রথম দিন শেষে ১ম ইনিংসে শ্রীলঙ্কা কোন উইকেট না হারিয়ে তুলেছে ৬০ রান।
সোমবার সকালে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দলীয় ৩৫ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ৬ রান করে সামিন্দা এরাঙ্গার বলে আউট হয়ে সাজঘরের পথ ধরেন তামিম ইকবাল। এরপর মার্শাল আইয়ুব ১ এবং মমিনুল হক আউট হন ৮ রানে।
বাংলাদেশ দল: তামিম ইকবাল, শামসুর রহমান, মার্শাল আইয়ুব, মুমিনুল হক, মুশফিকুর রহিম (অধিনায়ক-উইকেটরক্ষক), সাকিব আল হাসান, নাসির হোসেন, সোহাগ গাজী, রুবিউল ইসলাম, রুবেল হোসেন এবং আল আমিন হোসেন।
শ্রীলঙ্কা দল: কৌশল সিলভা, দিমুথ করুনারত্নে, কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, কিথুরুয়ান ভিতানাগে, অ্যাঞ্জেলো ম্যাথুস (অধিনায়ক), দীনেশ চান্দিমাল (উইকেটরক্ষক), দিলুরুয়ান পেরেরা, সামিন্দা এরাঙ্গা, রঙ্গনা হেরাথ এবং সুরঙ্গা লাকমাল।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ: ১ম ইনিংসে ২৩২/১০ (তামিম ৬, শামসুর ৩৩, মার্শাল ১, মুমিনুল ৮, সাকিব ৫৫, মুশফিক ৬১, নাসির ৪, সোহাগ ৪২, রবিউল ৫, রুবেল ২, আল-আমিন ৬*; এরাঙ্গা ৪/৪৯, লাকমল ৩/৬৬)
শ্রীলঙ্কা: ১ম ইনিংসে ৬০/০ (করুনারত্নে ২৮*, সিলভা ৩০)
× ১ম দিন শেষে।
Discussion about this post