ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরুর আগেই থেকেই জাতীয় দলের ব্যাটিং কোচ হয়েছেন জন লুইস। কাজও করছেন তিনি। কিন্তু এতোদিনেও ব্যাটিং কোচের নামটি মনের মধ্যে গেঁথে নিতে পারেননি সাকিব আল হাসান। যে কারণে রোববার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নেটে অনুশীলনের সময় ব্যাটিং কোচকে ডাকতে সতীর্থদের সাহায্য নিতে হয়েছে তার।
রোববার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্ত তখন নেটে ব্যাটিংয়ে ব্যস্ত। তাদেরকে একাধারে বোলিং করে যাচ্ছিলেন তাসকিন আহমেদ, রুবেল হোসেন, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজরা। সাকিব আল হাসান তখন ব্যাটিংয়ের জন্য নেটের পাশেই অপেক্ষারত। দেরি হবে বুঝতে পেরে বাইরেই কিছুটা সময় শ্যাডো করে নেন সাকিব। এক পর্যায়ে তিনি ব্যাটিংয়ের সুযোগ পান। তাই স্টাম্প গার্ড নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। লেগ স্টাম্পের গার্ড ঠিক আছে কিনা জানতে উইকেটের অপর প্রান্তে দাঁড়ানো ব্যাটিং কোচ জন লুইসকে খুঁজে পান তিনি। কিন্তু কোচের নাম মাথায় না থাকায় তাকে ডাকতে পারছিলেন না বাংলাদেশ অলরাউন্ডার।
প্রথমে ইশারায় কোচকে ডাকতে থাকেন তিনি। কিন্তু কোচ অন্য খেলোয়াড়ের দিকে দৃষ্টি দিয়ে রাখায় সাকিবের ইশারা দেখতে পারেননি। একবার ‘ব্যাটিং কোচ’ বলে ডাকলেও লুইসের কানে তা পৌঁছায়নি। কোচ যেন না বোঝেন, সেটা নিশ্চিত করে সতীর্থদের উদ্দেশ্যে সাকিব বাংলায় বলে ওঠেন, ‘এই, ব্যাটিং প্রশিক্ষকের নাম কী রে’। পাশের নেটেই করতে থাকা শান্ত কোচের নাম বলে দেন।
জন বলে ডেকে কোচের দৃষ্টি ফেরান সাকিব। দেখতে বলেন স্টাম্পের গার্ড। স্টাম্পের গার্ড ঠিক আছে জানালে লুইসের সঙ্গে যেন রসিকতায় মেতে ওঠেন বাংলাদেশ প্রাণ ভোমরা। সাকিব বলে ওঠেন, ‘আমি তোমাকে বিশ্বাস করি না, যদিও আমার হাতে বেশি অপশন নেই।’ সাকিব যে মজা করছেন, সেটা বুঝতে পেরেও লুইস প্রশ্ন করেন, ‘আমাকে তুমি কেন বিশ্বাস করো না।’ যদিও তার এ প্রশ্নের উত্তর দেননি সাকিব। উল্টো ব্যাটিংয়ে মন দেন তিনি।
রোববার ব্যাটিং অনুশীলনের সময় শুরুতে তাসকিন-হাসানদের গতিময় ডেলিভারি মোকাবিলা করতে কিছুটা বেগই পোহাতে হয়েছে সাকিবকে। এরপর যতো সময় গড়িয়েছে, ব্যাট হাতে সাবলীল হয়ে উঠেছেন তিনি। শেষের দিকে গিয়ে শট অনুশীলন করেছেন অভিজ্ঞ এই ক্রিকেটার।
সোমবার তৃতীয় ও শেষ ওয়ানডে খেলতে ক্যারিবীয়দের বিপক্ষে মাঠে নামবে তামিম ইকবালের দল। এরআগে প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে টিম টাইগার্স।
Discussion about this post