দু’দিন আগেই শেষ হয়েছে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের উত্তেজনা। এবার চ্যাম্পিয়ন হয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। রীতিমতো চমক দেখিয়েছেন দলটির ক্রিকেটাররা। মজার ব্যাপার হল টুর্নামেন্টে ব্যাট-বলের লড়াইয়ে সেরা হয়েছেন জাতীয় দলের দুই বাদ পড়া ক্রিকেটার আরাফাত সানি ও লিটন দাস।
রানার্সআপ প্রাইম দোলেশ্বরের হয়ে ১৬ ম্যাচ খেলে ৩৬ উইকেট নিয়েছেন আরাফাত সানি। জেল খেটে এসেও সেই ফর্ম খুঁজে পেয়েছেন তিনি। আবাহনীর লিটন দাস ১৪ ম্যাচে করেন ৭৫২ রান। জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটাররাই আছেন সেরা পাঁচে।
চলুন এবার দেখে নেই এবারের প্রিমিয়ার ক্রিকেটের সেরা পাঁচ।
সেরা পাঁচ ব্যাটসম্যান
লিটন দাস (আবাহনী) – ৭৫২ রান
মার্শাল আইয়ুব (দোলেশ্বর) – ৬৬১ রান
ইমতিয়াজ হোসেন (দোলেশ্বর) – ৬৪১ রান
মেহেদী মারুফ (প্রাইম ব্যাংক) – ৬৩০ রান
শাহরিয়ার নাফীস (দোলেশ্বর) – ৬০০ রান
সেরা পাঁচ বোলার
আরাফাত সানি (দোলেশ্বর) – ৩৬ উইকেট
আবু হায়দার রনি (গাজী গ্রুপ) – ৩৫ উইকেট
আল-আমিন হোসেন (প্রাইম ব্যাংক) – ২৯ উইকেট
তাইজুল ইসলাম (মোহামেডান) – ২৯ উইকেট
মোহন শর্মা (আবাহনী) – ২৭ উইকেট
Discussion about this post