ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বাংলাদেশের দলের সেরা ওপেনার তিনি। মূলত তার ভালো শুরুর ওপরই নির্ভর করে দলের শক্ত ভীত। ব্যাপারটি ভালো করেই জানেন তামিম ইকবাল। এজন্য আসন্ন বিশ্বকাপে দলের জন্যই ব্যাটিংয়ে নতুন লক্ষ্য ঠিক করেছেন চট্টগ্রামের এ ক্রিকেটার।
আগামী ৩০ মে থেকে শুরু হতে যাওয়া দ্বাদশ বিশ্বকাপে তামিম চান লম্বা সময় ব্যাটিং করতে। সেটা হতে পারে ৩০-৪০ ওভার পর্যন্ত। তাইতো ইদানিং একটু রয়ে সয়েই ব্যাটিং করছেন এ বাঁহাতি ওপেনার। যা দেখা গেছে চলতি আয়ারল্যান্ডে ত্রি-দেশীয় সিরিজে টাইগারদের প্রথম ম্যাচে। তাতে আবারও অনেকে তুলেছেন প্রশ্ন, তামিম কেন আগের মতো আর আগ্রাসী ব্যাটিং করেন না? এ ব্যাপারে সোজা সাপ্টাই জানিয়েছেন, ‘আমি চাইলে কি আরও বেশি শট খেলতে পারিনা? আমিও কি দুঃসাহসিক হতে চাই না? কিন্তু বিষয় হচ্ছে, আমরা দলের জন্য খেলি। দলের চেয়ে বড় কিছু নেই। আপনি যদি আমার গত কয়েক বছরের রেকর্ড দেখেন, আমি যেভাবে খেলছি তা দলকে সাহায্য করছে। এটাই অধিক ফলপ্রসু।’
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ত্রি-দেশীয় সিরিজের প্রথম ম্যাচে তামিম করেছিলেন ৮০ রান। কিন্তু তার ব্যাটিংয়ের শুরুটা অত্যান্ত মন্থর। যে কারণে প্রশ্ন উঠেছে হঠাৎ করেই কেন তিনি ব্যাটিংয়ের ধরণ পাল্টালেন। এ ব্যাপারে তামিম বলেছেন, ‘ধরুন, আমি ১৫০ স্ট্রাইক রেটে ব্যাট করলাম কিন্তু দল হারলো। তাহলে এই ব্যাটিংয়ের মানে কি? কিন্তু আমি যদি ৬০ স্ট্রাইক রেটে ব্যাট করি আর দলও জিতে যায়, আমি খুশি। দল আমাকে ৩০-৩৫ ওভার কিংবা ৪০ ওভার পর্যন্ত খেলতে দেখতে চায়। অন্যপ্রান্তে যখন উইকেটের পতন ঘটে, তারা আমাকে চায় আমি আরও বেশি সময় ক্রিজে থাকি।’
তামিম আরো বলেন, ‘আমার ইনিংসের সবচেয়ে ভালো দিক হলো, শুরুতে সংগ্রাম করার পর কেউ হয়ত ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে বাজে শট খেলবে এবং হয়ত ভাববে দিনটা আমার নয়। কিন্তু ওই সংগ্রামের পর টিকে থাকা কঠিন। শেষ পর্যন্ত, আপনি খেলার ওপর প্রভাব ফেলতে সক্ষম হবেন। আমি এই শিক্ষা জেমি সিডন্সের কাছে থেকে পেয়েছি যেমন তিনি বলতেন- তুমি যখন রানের জন্য সংগ্রাম করবে, তোমার হাতে শুধু দুটো সুযোগ থাকবে, হয় তুমি ড্রেসিং রুমে ফিরে যাও এবং আমাদের সঙ্গে বসে পড়ো, কিংবা তুমি শেষ পর্যন্ত লড়ে যাও।’
সোমবার ত্রি-দেশীয় সিরিজে নিজেদের তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এ টুর্নামেন্টের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে টাইগাররা হারিয়েছিল ৮ উইকেটে। পরের ম্যাচ অবশ্য বৃষ্টিতে ভেসে গিয়েছিল। তারপরও টেবিলের শীর্ষে জায়গা পাওয়ার বেশ স্বস্তিতেই রয়েছে স্টিভ রোডসের শিষ্যরা। এবার তাদের লক্ষ্য ফাইনাল নিশ্চিত করা।
Discussion about this post