আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে অবশেষে রান পেয়েছে বাংলাদেশের ব্যাটাররা। পরপর কয়েকটি সিরিজে ব্যর্থতার বোঝা নামিয়ে টপ অর্ডার থেকে মিডল অর্ডার-সবাই ফিরেছেন ফর্মে। আর সেই ফর্মে ফেরার পেছনে আলোচনায় আছেন ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব নেওয়া মোহাম্মদ আশরাফুল। প্রতিপক্ষ তুলনামূলক দুর্বল হওয়ায় আপাতত তাকে বড় কৃতিত্ব দিতে কেউ আগ্রহী নন, কিন্তু অনুশীলন থেকে ম্যাচের মাঝপথ, সবখানেই ব্যাটারদের সঙ্গে আশরাফুলের ঘনিষ্ঠ উপস্থিতি নজর এড়ায়নি।
টি–টোয়েন্টি সিরিজ শুরুর আগে আজ বিমানবন্দরে দাঁড়িয়ে বিষয়টি নিয়ে সরাসরি মন্তব্য করতে অনীহা প্রকাশ করেন টিম ডিরেক্টর আব্দুর রাজ্জাক, ‘আশরাফুল খুব অভিজ্ঞ খেলোয়াড়। যেহেতু মাত্র একটা সিরিজ কাজ করেছে। এখানে অল্প সময়ের মধ্যে বলাও মুশকিল। আসলে এইগুলো ইনক্লুশন সময়… বেশ সময় পরে বোঝা যায় যে আসলে কী ইমপ্যাক্ট পড়ছে। হুট করে একটা মানুষকে নিয়ে যেকোনো একটা মন্তব্য করে দেওয়া একটু মুশকিল।’
তিনি আরও যোগ করেন, ‘টেকনিকের থেকে ট্যাকটিসের ব্যাপার আসলে তো অবশ্যই আশরাফুল খাটাচ্ছে। ও বলছে, কথা বলছে। আমি দেখছি সবসময় ও থাকে ব্যাটারদের কাছাকাছি, থাকে প্র্যাকটিসে, এমনকি খেলা চলাকালেও কথা বলছে। তো আমার কাছে মনে হয় যে এটার ইতিবাচক প্রভাব পড়বে ইনশাআল্লাহ।’
আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট দিয়ে ঘুরে দাঁড়ানো বাংলাদেশ এবার নতুন চ্যালেঞ্জে নামবে রঙিন পোশাকে। ২৭, ২৯ নভেম্বর এবং ২ ডিসেম্বর চট্টগ্রামে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ। তিনটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৬টায়। টেস্ট সিরিজের ইতিবাচক সুর নিয়ে এবার স্বল্প ফরম্যাটে নিজেদের ছন্দ খুঁজতে চায় লিটন দাসের দল।
এই সিরিজে স্কোয়াডে রাখা হয়েছে ব্যাটার ও অলরাউন্ডারদের পরিচিত এক মিশ্রণ-লিটন দাস, সাইফ হাসান, তানজিদ, পারভেজ, হৃদয়, জাকের আলী, নুরুল হাসান সোহান থেকে শুরু করে বোলিং আক্রমণে মুস্তাফিজ, রিশাদ, নাসুম, তানজিম, শরিফুল ও সাইফউদ্দিন।










Discussion about this post